শিরোনাম
কালীগঞ্জে পৌষ সংক্রান্তির ঐতিহ্যবাহী মাছের মেলা অনুষ্ঠিত   » «    ফ‍্যাসিবা আ’ওয়ামী সরকারের সকল মামলায় খালাস “বাবর” মদনে আনন্দ মিছিল   » «    দৌলতপুরে ইউসুফ হত্যা মামলার প্রধান আসামি এলমেচ গ্রেফতার   » «    ভারত যাওয়ার পথে ইডেন ছাত্রলীগ নেত্রীসহ গ্রেফতার ২   » «    সবজিতে স্বস্তি ফিরলেও চড়া মাছ-মুরগি ও চালের বাজার   » «   

বড়লেখায় ২১শে আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

 

বড়লেখা, মৌলভীবাজার প্রতিনিধি:

একুশে আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে মৌলভীবাজারের বড়লেখায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৫ টায় বড়লেখা উপজেলা  আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের  আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক এ কে এম হেলাল উদ্দিনের সভাপতিত্বে সাধারন সম্পাদক রফিকুল ইসলাম সুন্দরের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র আবুল ইমাম মো কামরান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা আওয়ামী লীগ নেতা দক্ষিণ ভাগ দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনাম উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক এড:গোপাল দত্ত বাবলু, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ, যুবলীগ সভাপতি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এড: জিল্লুর রহমন, পৌর ছাএলীগের সভাপতি আলী হোসেন প্রমূখ।

বক্তারা বলেন, পাকিস্তানের প্রেতাত্মারা ২০০৪ সালে ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়ে আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য এবং বঙ্গবন্ধু কন্যা তৎকালীন বিরোধী দলীয় নেত্রী এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করার উদ্দেশ্যই ছিল তাদের মূল লক্ষ্য। বক্তারা ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যারা পলাতক রয়েছে তাদের দ্রুত দেশে এনে রায় কার্যকর করার জন্য সরকারের কাছে জোর দাবি জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * গ্রেনেড হামলার প্রতিবাদ * বিক্ষোভ মিছিল
সাম্প্রতিক সংবাদ