২১শে আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ
বাগেরহাট প্রতিনিধি:
২১শে আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলার প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ আগস্ট) বিকালে বাগেরেহাট জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে
দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে জড় হয়। দলীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল ও প্রতিবাদ সমাবেশে বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ্যাড ফরিদ উদ্দিন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন, যুগ্ন সাধারণ সরদার ফখরুল আলম সাহেব, আওয়ামী লীগ নেতা সরদার সেলিম, সরদার ওমর ফারুক, লিযাকত হোসেন লিটন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আক্তারুজ্জামান বাচ্চু, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলাম, সাধারন সম্পাদক ইবনে মিজান হিরু, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের একান্ত সহকারী মোঃ শাহিন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. শরীফা খানম, যুগ্ন সাধারন সম্পাদক তালুকদার রিনা সুলতানা, যুবলীগের সভাপতি সরদার নাসির উদ্দিন, সাধারন সম্পাদক মীর জায়েসী আশরাফি জেমস, শ্রমিক লীগের সভাপতি রেজাউর রহমান মন্টু, কৃষক লীগের সভাতি আবুল হাশেম শিপন, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক সরদার আব্দুল কাদের, তাঁতী লীগের সাধারন সম্পাদক এ্যাড ইফতেখারুল ইসলাম রানা, ছাত্র লীগের সভাপতি মনিরুল ইসলামসহ কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহন করেন।
২১ আগস্ট ২০০৪ বিকেল ৫টা ২২ মিনিটে বঙ্গবন্ধু অ্যাভিনিউর সামনে ট্রাকের ওপর বানানো মঞ্চে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার বক্তব্য শেষ হওয়ার পরেই গ্রেনেড হামলা করে সন্ত্রাসীরা। ওই হামলায় ২৪ জন নিহত এবং আহত হয়
কয়েকশত নেতাকর্মী ও সমর্থক।