শিরোনাম
সিরাজগঞ্জে ভারতীয় সূতা উদ্ধার করেছে পুলিশ   » «    “প্রশাসন ক্যাডারের বাইরে অন্যান্য ক্যাডারের ৫০% অন্তর্ভুক্তির পুনর্বিবেচনার জন্য অনুরোধ”   » «    ‘ক্রিসমাস ডে’ কে কেন বড়দিন বলা হয়?   » «    সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ২৬ বাংলাদেশি পুরুষ ও নারী   » «    চাঁদপুরে জাহাজে খুনের ঘটনায় আটক ইরফান   » «   

মধ্যনগরে ভাই হত্যার অভিযোগে সৎভাই সহ আটক চার

পাতাকা মিটিং করে দেশে আনা হয়েছিল আলমগীরের লাশ
মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ভারত সীমান্তে খুন হওয়া যুবক আলমগীর হত্যা মামলার চার আসামী গ্রেফতার হয়েছে।এবং উঠে এসেছে গোপন রহস্য মধ্যনগর থানা পুলিশের হাতে।আলমগীর হোসেন(১৯)উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের রুপনগর গ্রামের মৃত জামাল উদ্দিন এর পুত্র।গত ১৭ই জুন’২৩ইং বিকেলে রুপনগরস্থ নিজ বসত বাড়ী থেকে বের হয়।পরবর্তীতে আলমগীর হোসেন আর বাড়ীতে ফিরেতে পারেনি।এবিষয়ে ভাই জাহাঙ্গীর মিয়া ১৯শে জুন মধ্যনগর থানায় একটি ডায়েরী করেন। সাধারন ডায়েরী নং-৭৯৫।এরপরেই অনুসন্ধানে নামে মধ্যনগর থানা পুলিশ।
২৫শে জুন সকালে মোঃ আলমগীর হোসেনের মৃতদেহ মধ্যনগর থানাধীন বাংলাদেশ ভারত সীমান্তের ১১৯০/৭ এস মেইন পিলার হইতে অনুমান ০৩ কি.মি ভারতের অভ্যান্তরে রংডংগা নতুন গারো বস্তির জঙ্গলে খোঁজ মিলে।এবং বিজিবি’র মাধ্যমে বিএসএফ ও ভারতীয় থানা পুলিশ বিষয়টি অবগত হন।একপর্যায়ে ২৭শে জুন বিজিবি ও বিএসএফ’র পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় থানা পুলিশ  আলমগীর হোসেন এর মৃত লাশ মধ্যনগর থানা পুলিশের নিকট হস্তান্তর করে।এবং মধ্যনগর থানা পুলিশ আলগীর হোসেনের মৃত লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠায়।
আলমগীরের মা মমতা বেগম(৫৫) উক্ত ঘটনার বিষয়ে আরো একটি অভিযোগ দায়ের করেন ১৮ই আগষ্ঠ মধ্যনগর থানায়।নং-০২,ধারা-৩৬৪/৩০২/২০১/৩৪ পেনাল কোড রুজু হয়।মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল হক নাজমূল জানান,আমার সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহযোগীতায় কিশোরগঞ্জ জেলার তারাইল উপজেলা ও মধ্যনগর উপজেলার বিভিন্ন এলাকা থেকে এজাহার নামীয় সহ চারজনকে গতকাল গ্রেফতার করেছি।
গ্রেফতারকৃত আসামীরা একই ইউনিয়নের রুপনগর গ্রামের মৃত আব্দুল হাসেমের পুত্র মোঃ সুয়েল মিয়া (৩৩)প্রধান।শ্রীপুর গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে জাহিদ হাসান@ লাল চাঁন(৩৬)(আলমগীরের সৎভাই)ও তদন্তে প্রাপ্ত আসামী ইছামারী গ্রামের ছায়েব আলীরপুত্র আব্দুল হক(৩২) ও রুপনগর গ্রামের সুন্নত আলীরপুত্র জয়নাল হক(৩৪)।পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীদের কাছ থেকে উঠে আসে,লাল চাঁন ও ভিকটিম আলমগীর তারা সম্পর্কে সৎ ভাই।সম্পত্তি নিয়ে বিরোধিতার জেরে পূর্বপরিকল্পিতভাবে আলমগীরকে খুন করার উদ্দেশ্যে বাকাতলা থেকে অপহরন করে।এবং প্রলোভনে ভারতের অভ্যন্তরে নিয়ে হত্যা করে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * মধ্যনগরে ভাই হত্যার অভিযোগে সৎভাই সহ আটক চার
সাম্প্রতিক সংবাদ