মহেশপুরে বীর মুক্তিযোদ্ধা কেরামত আলী মৃত্যু, গার্ড অব অনার শেষে রাষ্ট্রিয় মর্যাদায় দাফন
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামনগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা কেরামত আলী গতকাল শনিবার ভোর রাতে নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন ইন্না লিল্লাহি—রাজেউন। মৃত্যু কালে তার বয়স হয়েছিলো (৮৭) বছর। মৃত্যু কালে তিনি স্ত্রী,ছেলে ও মেয়েসহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন।
শনিবার দুপুরে গার্ড অব অনার ও জানাযা শেষে রাষ্ট্রিয় মর্যাদায় পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে। জানা যায় উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খান চঞ্চল,উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সহকারী কমিশনার ভুমি শরীফ শাওন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু তালেব, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজি আব্দুস সাত্তারসহ সকল মুক্তিযোদ্ধ বৃন্দ। এর পুর্বে বীর মুক্তিযোদ্ধা কেরামত আলী কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খান চঞ্চল।