সৈয়দপুরে বিএনপি’র পদযাত্রা ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
এক দফা কর্মসূচীর অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ, বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবীতে নীলফামারীর সৈয়দপুরে পদযাত্রা ও বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। শনিবার (১৯ আগস্ট) সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি’র উদ্যোগে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়।
বিকাল ৫ টায় সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের (বাংলা হাইস্কুল) মাঠ থেকে পদযাত্রা শুরু হয়। বঙ্গবন্ধু সড়ক হয়ে শেরেবাংলা সড়ক, শহীদ ডা. সামসুল হক সড়ক ও শহীদ ডা. জিকরুল হক সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা বিএনপি’র অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ করা হয়। এতে বিএনপিসহ অঙ্গ সহযোগীতা সংগঠনের অর্ধ সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করে।
জেলা বিএনপি’র আহ্বায়ক আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংরক্ষিত নারী এমপি বিলকিস ইসলাম। সঞ্চালনায় ছিলেন জেলা বিএনপি’র সদস্য সচিব ও পৌর কাউন্সিলর শাহিন আকতার।
অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপি’র সিনিয়র নেতা এ্যাডভোকেট এস এম ওবায়দুর রহমান, প্রভাষক শওকত হায়াত শাহ, সাবেক যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম জনি, এহসানুল হক, বজলার রহমান, সাবেক পৌর কাউন্সিলর জিয়াউল হক, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামাণিক ও এম এ পারভেজ লিটন।
সৈয়দপুর উপজেলা সভাপতি রেজাউল করিম লোকমান, সাধারণ সম্পাদক কামরুল হাসান কার্জন, পৌর সাধারণ সম্পাদক শেখ বাবলু, কিশোরগঞ্জ উপজেলা সভাপতি আল মামুন, সাধারণ সম্পাদক ডালিম, জেলা যুবদল সাধারণ সম্পাদক তারিক আজিজ, জেলা স্বেচ্ছা সেবক দল সভাপতি পৌর কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু, খাতামধুপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আনিছুল ইসলাম চৌধুরী।
প্রধান অতিথি বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংরক্ষিত নারী এমপি বিলকিস ইসলামসহ বক্তারা বলেন, এই ফ্যাসিবাদী ভোটচোর সরকারের সময় শেষ। পতন নিশ্চিত হয়ে আবোলতাবোল বকা শুরু করেছে। তারা বুঝতে পেরেছে জনগণ তাদের সাথে নাই। আর ১৪ ও ১৮ এর মত ভোট চুরি করে ক্ষমতায় টিকে থাকাও যাবেনা।
তাই ভারতের দালাল আওয়ামীলীগ মোদীর শরণাপন্ন হয়েছে। তাঁকে দিয়েই বিশ্বের বিভিন্ন দেশের নেতৃবৃন্দকে শেখ হাসিনার প্রতি সমর্থন প্রদানে লবিং করা হচ্ছে। আর সেজন্য ভারতকে খুশি করতে তাদের প্রেসক্রিপশনে মাওলানা সাঈদীকে হত্যা করেছে। এখন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্র করছে। তবে দেশের মানুষ ও গণতান্ত্রিক বিশ্ব শেখ হাসিনার মিথ্যেচারে আর ভুল করবেনা।
তারা বলেন, যেকোন সময় সরকার পদত্যাগ করবে। এজন্য স্বৈরাচার বাকশালীদের বিদায় পর্যন্ত মাঠে থেকে জনগণকে সাথে নিয়ে অধিকার আদায়ের লড়াই চালিয়ে যেতে হবে। শেষ মূহুর্তে সর্বস্তরে দেশপ্রেমিক সব রাজনৈতিক দল ও আপামর দেশবাসী রাজপথে আসবে এবং বিজয়ী হয়ে নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার গঠন করবে। সেজন্য দলের নেতাকর্মীসহ সকল শ্রেণী পেশার মানুষকে এই আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানান।