মানুষ রাজপথে নেমেছে, সরকারের পতন ঘটিয়ে ঘরে ফিরবে : আব্বাস
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘দেশের মানুষ রাজপথে নেমেছে। তারা এ সরকারের পতন ঘটিয়ে ঘরে ফিরবে।’ শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে পদযাত্রা আগে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, আমরা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দিয়ে অবিলম্বে বিদেশে পাঠিয়ে উন্নত চিকিৎসার সুযোগ দিতে হবে।
চিকিৎসকরা তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন। আমরা মনে করি, খালেদা জিয়ার মুক্তি মানেই শেখ হাসিনার পদত্যাগে বাধ্য হবে।
তিনি বলেন, আমাদের নেতাকর্মীরা বাসায় থাকতে পারেন না। এই অনাচার-দুরাচার থেকে মুক্ত হতে হলে সরকারকে বিদায় ছাড়া উপায় নেই।
বিদেশি প্রভুদের দয়ায় কোনো কাজ হবে না। ইস্পাত কঠিন মনোবল ধরে রেখে সরকারের পদত্যাগ পর্যন্ত আন্দোলন করতে হবে।