শিরোনাম
সিরাজগঞ্জে ভারতীয় সূতা উদ্ধার করেছে পুলিশ   » «    “প্রশাসন ক্যাডারের বাইরে অন্যান্য ক্যাডারের ৫০% অন্তর্ভুক্তির পুনর্বিবেচনার জন্য অনুরোধ”   » «    ‘ক্রিসমাস ডে’ কে কেন বড়দিন বলা হয়?   » «    সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ২৬ বাংলাদেশি পুরুষ ও নারী   » «    চাঁদপুরে জাহাজে খুনের ঘটনায় আটক ইরফান   » «   

বড়লেখায় নিসচার আয়োজনে পৃষ্টপোষক আতিকুর রহমানকে সংবর্ধনা প্রদান

বড়লেখা প্রতিনিধি:

জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার আয়োজনে সংগঠনের পৃষ্টপোষক ব্যবসায়ী মো: আতিকুর রহমানের প্রবাস গমণ উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার (১৮ আগস্ট) রাত ৮ ঘটিকায় পৌর শহরের স্থানীয় হলরুমে আয়োজিত অনুষ্ঠানে নিসচা বড়লেখা উপজেলা শাখার সহ-সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাস্টার খালেদ আহমদের সঞ্চালনায়
শুভেচ্ছা বক্তব্য দেন নিসচা বড়লেখা উপজেলা শাখার দপ্তর সম্পাদক এনাম উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্য দেন নিসচা বড়লেখা উপজেলা শাখার পৃষ্টপোষক নাট্যজন তপন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন নিসচার কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও বড়লেখা উপজেলা শাখার সভাপতি সাংবাদিক তাহমীদ ইশাদ রিপন, সহ-সভাপতি গোলাম কিবরিয়া, অর্থ সম্পাদক ব্যাংকার মারুফ হোসাইন সুমন, নারী শিক্ষা একাডেমি (অনার্স) কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক কার্যনির্বাহী সদস্য ওলিউর রহমান পারভেজ।

এছাড়াও উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা উপজেলা শাখার কার্যনির্বাহী সদস্য শাহরিয়ার আহমেদ শাকিল, আহসান আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে নিসচা বড়লেখা উপজেলা শাখার পৃষ্টপোষক মোঃ আতিকুর রহমানের প্রবাস গমণ উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা স্মারক প্রদান করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * নিরাপদ সড়ক * বড়লেখা * সংবর্ধনা
সাম্প্রতিক সংবাদ