নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে সুদান: জাতিসংঘ
চার মাস ধরে চলা যুদ্ধের মধ্যে ১০ লাখেরও বেশি মানুষ সুদান থেকে পালিয়ে প্রতিবেশী দেশগুলোতে চলে গেছে। উত্তর আফ্রিকার এই দেশে থাকা লোকজনের খাবার ফুরিয়ে যাচ্ছে আর স্বাস্থ্যসেবার অভাবে তারা মারা যাচ্ছে বলে সতর্ক করেছে জাতিসংঘ।
সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এর মধ্যে চলা লড়াই রাজধানী খার্তুমকে ধ্বংস করে দিয়েছে।
এ লড়াইয়ের কারণে দারফুরে জাতিগত হামলা শুরু হয়েছে। এসব পরিস্থিতি সুদানকে দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধের মধ্যে ঠেলে দিয়ে ঐ অঞ্চলকে অস্থিতিশীল করে তোলার হুমকি তৈরি করছে।
মঙ্গলবার জাতিসংঘের সংস্থাগুলো এক যৌথ বিবৃতিতে বলেছে, কৃষকদের ফসল বোনার সময় ফুরিয়ে যাচ্ছে যা তাদের ও প্রতিবেশীদের খাদ্যের জোগান দেবে। চিকিৎসা সামগ্রীর অভাব দেখা দিয়েছে। পরিস্থিতি জটিল হয়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।