ডিমের বাজার নিয়ন্ত্রণে সিরাজগঞ্জে অভিযান-জরিমানা 

সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জে সদর ও উল্লাপাড়া উপজেলার বিভিন্ন ডিমের দোকান ও পাইকারি আড়তে অভিযান চালিয়েছে সিরাজগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় দুইটি উপজেলার বিভিন্ন বাজারে ডিমের মূল্য বৃদ্ধিসহ ভোক্তা অধিকার বিরোধী অন্যান্য অপরাধের দায়ে চারজন ডিম ব্যবসায়ী ও একটি ওষুধের দোকানকে জরিমানা করেন তারা।
বুধবার (১৬ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত সিরাজগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আল মারুফের নেতৃত্বে সিরাজগঞ্জ সদর ও উল্লাপাড়ার বিভিন্ন বাজারে এই অভিযান পরিচালনা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচালক হাসান আল মারুফ বলেন, কিছু অসাধু ব্যবসায়ী ডিমের বাজারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। সেটা বন্ধে এবং ভোক্তাদের অধিকারের কথা চিন্তা করে এদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।
এ সময় ডিমের মূল্য বৃদ্ধিসহ ভোক্তা অধিকার বিরোধী অন্যান্য অপরাধে সদর উপজেলার শিয়ালকোল বাজারের শাহ আমানত এন্টারপ্রাইজকে ডিমের মূল্য তালিকা সঠিকভাবে প্রদর্শন না করায় ২ হাজার টাকা, হেলাল উদ্দিন ডিমের আড়ৎকে ক্রয় বিক্রয়ের ভাউচার সংরক্ষণ না করায় ১ হাজার টাকা, উল্লাপাড়া বাজারের রাফিউল ইসলাম ডিমের দোকানকে ডিমের মূল্য তালিকা প্রদর্শন না করায় ১ হাজার টাকা, জহুরুল স্টোরকে মূল্য তালিকা প্রদর্শন না করার ১ হাজার টাকা এবং শাহা ফার্মেসিকে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি করার অপরাধে ৩ হাজার টাকাসহ মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি বলেন, জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে। অভিযানে সিরাজগঞ্জ জেলা পুলিশ ও উল্লাপাড়া মডেল থানা পুলিশের একটি টিম সহযোগিতা করেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * অভিযান * জরিমানা * ডিম ব্যবসায়ী * ডিমের বাজার * ভোক্তা অধিকার সংরক্ষণ
সর্বশেষ সংবাদ