শিরোনাম
জামায়াত ইসলামীর প্রতি রিজভী প্রশ্ন: আপনারা কোন কোন সেক্টরে যুদ্ধ করেছেন, স্বাধীনতায় আপনাদের ভূমিকা কি ছিল?   » «    শওকত ওসমান: বৈষম্যবিরোধী এবং মানবতার আলোকবর্তিকা   » «    গৃহকর্মীদের সুরক্ষা ও জীবনমান উন্নয়নে মতবিনিময় সভা   » «    সাদ্দাম হলের অব্যবস্থাপনায় ভোগান্তি শিক্ষার্থীদের   » «    রাজধানীতে বেড়েছে শীতের দাপট, সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে   » «   

রংপুর সদরের মহিলা কলেজ লাহিড়ীরহাট এইচএসসি পরিক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল

রংপুর প্রতিনিধি:

রংপুর সদরের মহিলা কলেজ লাহিড়ীরহাটে ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার বিদায় উপলক্ষে দোয়া ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ আগষ্ট ) সকালে কলেজ মিলনয়াতনে অধ্যক্ষ বাবু সুশান্ত রায়ের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মহিলা কলেজ লাহিড়ীরহাট এর সভাপতি মো: জাহাঙ্গীর আলম কাজল।তিনি বলেন, আমাদের এই কলেজ (এমপিও)  না হওয়ায় সকল শিক্ষকরা খুব কষ্ট জিবন জাপন করতেছেন।

তাই সরকার মহাদয়ের নিকট আকুল আবেদন আমাদের এই মহিলা কলেজ লাহিড়ীরহাট যেন এবার এমপিও ভুক্ত হয়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,প্রভাষক আবুল হাশেম, প্রভাষক মোঃ শাহিনুর আলম শাওন,চন্দনপাট আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো: নুরে কাওসার বকুল।  চন্দনপাঠ ইউনিয়নের ৩ নং ওয়ার্ড মেম্বার ও প্যানেল চেয়ারম্যান মো: তাজুল ইসলাম। এসময় বিশিষ্ট সমাজ সেবক আবুল হোসেন( মন্ত্রী,সহ কলেজের গভর্নিং বডির সদস্য, অভিভাবক, এলাকার গন্যমান্য ও ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অধ্যক্ষ মহোদয়সহ সকলে ১৭/০৮/২০২৩ খ্রি. তারিখ হতে অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষায় ভাল ফলাফল অর্জনের ব্যাপারে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। অধ্যক্ষ মহোদয় আশাবাদ ব্যক্ত করেন যে, মহিলা কলেজ লাহিড়ীরহাট এর শিক্ষার্থীরা এবার সাফল্যের সহিত শতভাগ উত্তীর্ণ হবে। এবং শিক্ষার্থীদের পূর্বের স্মৃতিচারণ করে ভবিষ্যতে দেশের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে অনুরোধ জানান এবং এইচএসসি পরীক্ষায় ভাল ফলাফল করার জন্য নিজেকে প্রস্তুত করতে নানা বিষয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে জনাব মোঃ শাহিনুর আলম শাওন, প্রভাষক মহিলা কলেজ লাহিড়ীরহাট,তিনি তার বক্তব্যে বলেন পবিত্র কোরআন-হাদিসের বিধি-বিধান অনুসারে জীবন পরিচালিত করার ব্যাপারে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য পেশ করেন। আলোচনা শেষে পরীক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * এইচএসসি পরিক্ষার্থী * মহিলা কলেজ লাহিড়ীরহাট * রংপুর
সাম্প্রতিক সংবাদ