ময়মনসিংহে সড়ক ও ড্রেনের নির্মাণকাজ উদ্বোধন করলেন মসিক মেয়র টিটু 

রাশিদ আহমেদ নিসর্গ ময়মনসিংহ প্রতিনিধি :-
 শনিবার বিকেলে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩০ নং ওয়ার্ডে ৩ কোটি ২৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিতব্য সড়ক ও  ড্রেনের নির্মাণকাজ উদ্বোধন করেছেন মেয়র মোঃ ইকরামুল হক টিটু। এতে নির্মাণ করা হবে প্রায় দেড় কিলোমিটার সড়ক ও অর্ধ কিলোমিটার ড্রেন ।
উদ্বোধনকৃত কাজগুলো হলো- খাগডহর তারা মেম্বারের বাড়ি থেকে রেল লাইন পর্যন্ত আরসিসি রাস্তা, কিসমত নূরুল ইসলাম সাহেবের বাড়ি থেকে মোক্তারবাড়ি পর্যন্ত আরসিসি রাস্তা ও ড্রেন এবং খাগডহর বৌশাখের মাটিয়াম পুল থেকে রহমতপুর বাজার পর্যন্ত বিসি রোড।
উদ্বোধনকালে মেয়র বলেন, আমাদের সকল প্রচেষ্টা নাগরিক ও নাগরিক জীবনের মানোন্নয়নের জন্য। পুরো সিটি জুড়ে অসংখ্য উন্নয়নকাজ চালু রয়েছে। এ কাজগুলো শেষ হলে শহরের যোগাযোগ ও ড্রেনেজ অবকাঠামোয় ব্যপক পরিবর্তন আসবে।
তিনি আরও বলেন, বর্জ্য ব্যবস্থাপনা, জলাবদ্ধতা নিরসন, খালের অবৈধ দখল উচ্ছেদ ও সংস্কার, নাগরিক স্বাস্থ্য সেবা বৃদ্ধি ইত্যাদি সকল ক্ষেত্রের উন্নয়নে কাজ করছে সিটি কর্পোরেশন। নাগরিকগণ ইতোমধ্যে এর সুফল ভোগ করতে শুরু করেছে ।
এ সময় ৩০ নং ওয়ার্ডের কাউন্সিলির মোঃ আবুল বাশার, ২৮, ২৯, ৩০ নং সংরক্ষিত আসনের কাউন্সিলর কাউসার ই জান্নাত, প্রধান প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম মিঞা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জহুরুল হক, নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ মোঃ জিল্লুর রহমান, নির্বাহী প্রকৌশলী জীবনকৃষ্ণ সরকার, স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * ড্রেনের নির্মাণকাজ উদ্বোধন * ময়মনসিংহে সড়ক * মসিক মেয়র টিটু