শিরোনাম
সিরাজগঞ্জে ভারতীয় সূতা উদ্ধার করেছে পুলিশ   » «    “প্রশাসন ক্যাডারের বাইরে অন্যান্য ক্যাডারের ৫০% অন্তর্ভুক্তির পুনর্বিবেচনার জন্য অনুরোধ”   » «    ‘ক্রিসমাস ডে’ কে কেন বড়দিন বলা হয়?   » «    সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ২৬ বাংলাদেশি পুরুষ ও নারী   » «    চাঁদপুরে জাহাজে খুনের ঘটনায় আটক ইরফান   » «   

রাস্তা বন্ধের কারণে ভূক্তভোগী পরিবার

মনোয়ার বাবু, ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাটে দুই পরিবারের দ্বন্দ্বে রাস্তার মধ্যে বাঁশের বেড়া,গাছের গুড়ি ও গাছ লাগিয়ে চলাচল বন্ধের অভিযোগ পাওয়া গেছে। এতে করে বিপাকে পড়েছে ওই রাস্তা দিয়ে চলাচলকারী ৫০টি পরিবারের অন্তত ৩০০ থেকে ৪০০ মানুষ।
সরেজমিন ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, উপজেলার সিংড়া ইউনিয়ের ৮নং ওয়ার্ডের হায়দার নগর আবিরের পাড়ায় ৫০ পরিবারের প্রধান সড়কের সাথে চলাচলের একমাত্র রাস্তার মধ্যে বাঁশের বেড়া দেওয়া আর এই কারনে গত ১৫ থেকে ১৬ দিন মানবেতর জীবনযাপন করছে ওই পথ দিয়ে ভ্যানে করে ভাংগাড়ী ব্যবসার সাথে জড়িত অন্তত ৩০টি পরিবার, কৃষিকাজের সাথে জড়িত কৃষক এবং স্কুল-কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী।
ভূক্তভোগীরা জানান, স্থানীয় তোজাম্মেল ও জুলফিকারের কাছ থেকে বসবাসের জন্য জমি কেনে চরাঞ্চল থেকে আসা প্রায় ৫০টি পরিবার। সেসময় তাদের যাতায়াতের জন্য রাস্তা দিয়েছে তোজাম্মেল ও জুলফিকার। জায়গা নিয়ে দু’জনের মধ্যে বিরোধের জেরে এর আগেও কয়েকবার চলাচলের রাস্তা বন্ধ করে দেয় তোজাম্মেল।
পরে স্থানীয় ভাবে তা মীমাংসাও হয়। কিন্তু গত ১৫ দিন আগে তাদের মধ্যে বিরোধ দেখা দিলে আবারো রাস্তা বন্ধ করে দেয়।  আর এতে করে সমস্যায় পড়ে ওই রাস্তা ব্যবহারকারী ৫০টি পরিবার। যে রাস্তা দিয়ে এর আগে ভ্যান রিক্সা যাতায়াত করতো সেখানে কোন রকম একটি মানুষ পার হতে দেখা গেছে। এতে করে কর্মক্ষম হয়ে পড়েছে ভাংগাড়ী ব্যবসার সাথে জড়িত পরিবার।
ভূক্তভোগী ভাংগাড়ী ব্যবসায়ী আঃ রহমান (৫০) বলেন, জায়গা কেনার সময় মালিকরা রাস্তা বের করে দিয়েছিল। এখন দু’জনের দ্বন্দ্বের কারণে আমাদের চলাচলের রাস্তা বন্ধ হয়ে গেছে। এতে করে আমাদের ব্যবসা বন্ধ হয়ে গেছে। ভুক্তভোগী বয়োজ্যেষ্ঠ বেনাজআলী (৬৫) বলেন, তাদের দ্বন্দ্বের কারণে ১৫ দিন হলো ব্যবসা বন্ধ।আমরা মানবেতর জীবনযাপন করছি।
সংশ্লিষ্ট ৩নং সিংড়া ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক সাজ্জাদ হোসেন বলেন, আমি একটি অভিযোগ পেয়েছি। রবিবার উভয়পক্ষকে নিয়ে আলোচনায় বসার দিন নির্ধারণ করা হয়েছে। কোন ভাবেই মানুষের যাতায়াত বন্ধ করার বা ব্যাঘাত সৃষ্টি করার সুযোগ নেই।
এদিকে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহমুদুল হাসান বলেন, ঘটনাটি আমার নজরে এসেছে। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে নির্দেশনা দিয়েছি। তিনি আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করতে না পারলে, আমি নিজেই ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবসা গ্রহণ করবো।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * পারিবারিক দন্দ * ভূক্তভোগী * মীমাংসা * রাস্তা বন্ধ
সাম্প্রতিক সংবাদ