চাটখিল প্রেস ক্লাব ৩০ বছর পূর্তিতে সভাপতি ও সম্পাদকের শুভেচ্ছা 

স্টাফ রিপোর্টার:
নোয়াখালী জেলার ঐতিহ্যবাহী চাটখিল প্রেসক্লাব ৩০ বছর পেরিয়ে ৩১ বছরে পদার্পণ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে সভাপতি শোয়েব হোসেন ভুলু ও সাধারণ সম্পাদক মামুন হোসেন।
শুভেচ্ছা বার্তায় প্রেস ক্লাব ১০ আগষ্ট ১৯৯৩ ইং প্রতিষ্ঠার পর থেকে অদ্যবদি যে সমস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান উন্নয়ন সহ বিভিন্ন ভাবে জড়িত ছিলেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তা ছাড়া চাটখিলে কর্মরত সাংবাদিকবৃন্দ জড়িত থেকে সততা ও নিষ্ঠার সাথে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে প্রেস ক্লাব ও সাংবাদিকতার ভাবমূর্তি উজ্জ্বল স্থাপন করেছেন। তারা সহকর্মী সাংবাদিক বন্ধুদের প্রতি ও শুভেচ্ছা জানান।
সর্বোপরি চাটখিল প্রেস ক্লাবের তিন দশক পূর্তিতে সকল শুভাকাঙ্খিদের অভিনন্দন জানিয়েছেন। চাটখিল প্রেস ক্লাব বর্তমান নির্বাচিত কার্যকরী কমিটি ব্যক্তি স্বার্থের উর্ধ্বে  আরও অতীতের ছেয়ে ভালো গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবেন এবং চাটখিলে কর্মরত সাংবাদিকদের একত্রিত করে একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করবেন। যা ইতিমধ্যে অনেকাংশ শেষ হয়েছে বলে জানিয়েছেন। অতীতের মত কাউকে কুক্ষিগত করে রাখা হবে না।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * কৃতজ্ঞতা * চাটখিল প্রেসক্লাব * নোয়াখালী * শুভেচ্ছা
সর্বশেষ সংবাদ