শিরোনাম
ইনফ্লুয়েন্সার তনির স্বামী আর নেই   » «    ঠাকুরগাঁও পাসপোর্ট অফিসের একাউন্টেন্ট ঘুষ নেওয়ার সময় দুদকের হাতে আটক   » «    কালীগঞ্জে পৌষ সংক্রান্তির ঐতিহ্যবাহী মাছের মেলা অনুষ্ঠিত   » «    ফ‍্যাসিবা আ’ওয়ামী সরকারের সকল মামলায় খালাস “বাবর” মদনে আনন্দ মিছিল   » «    দৌলতপুরে ইউসুফ হত্যা মামলার প্রধান আসামি এলমেচ গ্রেফতার   » «   

ইউপি সদস্যকে কোপানোর অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জের বেলকুচিতে ভাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূইয়ার বিরুদ্ধে ইউপি সদস্য আব্দুর রাজ্জাককে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। শুক্রবার (১১ আগস্ট) বিকালে উপজেলার তামাই গ্রামে এই ঘটনা ঘটে। বর্তমানে সেই ইউপি সদস্য সিরাজগঞ্জ ২৫০শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
হাসপাতাল থেকে আতহ ইউপি সদস্য আব্দুর রাজ্জাক বলেন, আমি ভাঙ্গাবাড়ি ইউনিয়নের উত্তর বানিয়াগাঁতীতে অবস্থিত প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের সভাপতি হিসেবে মনোনিত হই। চেয়ারম্যান এ প্রকল্পের সভাপতি না হওয়ায় প্রকল্পের কাজে বাধাগ্রস্ত করতে আমার নিকট থেকে বিভিন্ন সময় চাঁদা দাবী করেন। চাঁদা দেওয়ার হাত থেকে বাঁচতে আমি  সিরাজগঞ্জ বিজ্ঞ দ্রুত বিচার আদালতে গত ৩ আগষ্ট একটি মামলা দায়ের করি। আদালতে মামলা করার অপরাধে বিভিন্ন সময়ে চেয়ারম্যান আমাকে হত্যার উদ্দেশ্যে ভয়ভীতি প্রদর্শন করেন।
তিনি আরও বলেন, এরই এক পর্যায়ে আজ শুক্রবার  আমি এক আত্মীয়র বাড়িতে কুলখানি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যাই। ওখান থেকে ফিরে আসার সময় চেয়ারম্যান জহুরুল ইসলামের বাড়ির সামনে আসলে জহুরুল চেয়ারম্যানের নেতৃত্বে  তার সহযেগীরা দেশীয় অস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে আমার ওপর হামলা চালায়। এতে আমি গুরতর ভাবে জখমের স্বীকার হই।
পরে থানায় গেলে পুলিশের পরামর্শে চিকিৎসার জন্য প্রথমে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাই। অবস্থা গুরুতর হওয়ায় সেখানকার কর্তব্যরত চিকিৎসক আমাকে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠান। বর্তমানে আমি এখানে চিকিৎসাধীন রয়েছি।
এ ব্যাপারে কথা বলার জন্য অভিযুক্ত ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূইয়ার মুঠোফোনে একাধিক বার কল করা হলেও তিনি ফোনটি রিসিভ করেননি।
বেলকুচি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার বলেন, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক রক্তাক্ত অবস্থায় থানায় এসেছিলেন। আমরা তাকে আগে চিকিৎসা নিতে বলেছি। তবে এবিষয়ে থানায় এখনও কোন অভিযোগ হয়নি। অভিযোগ হলে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * ইউপি সদস্যকে কোপানোর অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে
সাম্প্রতিক সংবাদ