উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পূনরায় আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে: আবুল হাসনাত আবদুল্লাহ

 

 

বরিশাল  প্রতিনিধি:

পার্বত্য  চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী) ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসনাত আবদুল্লাহ বলেছেন শেখ হাসিনার নেতৃত্বে  বিগত দিনে বাংলাদেশে ব্যাপক উন্নয়ন  সাধিত হয়েছে।

১৯৯৬, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে ক্ষমতায় এসে দেশের প্রতিটি সেক্টরে উন্নয়ন অগ্রগতি সাধন করা হয়েছে।

এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগকে  দেশের স্বার্থে জনগনের  কল্যানে  বিজয়ী করতে হবে।

১০/৮/২০২৩ ইং বৃহস্পতিবার   আগৈলঝাড়ার রত্নপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আবুল হাসানাত আবদুল্লাহ বলেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয় জনগনের কল্যান হয়।

 তিনি বলেন বিএনপি  ক্ষমতায় এসে দেশের  সম্পদ বিদেশে পাচার করছে। বিএনপি নেতা তারেক রহমান দেশের অর্থ-সম্পদ আত্মসাৎ ও পাচারের অভিযোগে সাজাপ্রাপ্ত হয়ে লন্ডনে অবস্থান করছেন। সেখানে তিনি দেশ বিরোধী বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত। সম্প্রতি আদালত তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের ৯ বছর ও ৩ বছর সাজা দিয়েছে। আর খালেদা জিয়া তো আগেই সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে ছিলেন। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিক কারণে তাকে কারাগারের পরিবর্তে বাড়িতে থাকার সুযোগ করে দিয়েছেন। তাই বিএনপি জামাত জোটের দুঃশাসনের কথা মাথায় রেখে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীকে সতর্ক থাকতে হবে।

নেতাকর্মী-সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে যাহাতে  আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকার পূনরায়  ক্ষমতায় আসতে পারে। সেই লক্ষে সবাই কে কাজ করতে হবে।  প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট আমরা গড়ে তুলতে আমরা সক্ষম হবো ইনশাল্লাহ।

রত্নপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরহাদ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ বর্ধিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, রত্নপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার। সভায় উপস্থিত ছিলেন মন্ত্রীর একান্ত সচিব খায়রুল বাশার, বরিশাল জেলা আওয়ামী লীগের অন্যতম নির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ, জেলা পরিষদ সদস্য পেয়ারা ফারুক বক্তিয়ার, উপজেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী ও ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়সহ প্রমুখ নেতৃবৃন্দ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * আবুল হাসনাত আবদুল্লাহ * উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পূনরায় আওয়ামী লীগ
সর্বশেষ সংবাদ