মহেশপুর আদালত ভবনের মেরামতের কাজ পরিদর্শন করতে আসেন জেলা ও দায়রা জজ
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ
র্দীঘ দিন পর আদালত ভবন আবার ফিরে আসছে মহেশপুরে। চলছে আদালত ভবনের মেরামতের কাজ। বৃহস্পতিবার দুপুরে আদালত ভবনের কাজ পরিদর্শন করতে আসেন ঝিনাইদহ জেলা ও দায়রা জজ মোঃ নাজিমু দ্দৌলা। তিনি ভবনের প্রতিটা কক্ষ ঘুরে দেখেন।
এ সময় উপস্থিত ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খান চঞ্চল, ল্যান্ড সারভে টাইবুনালের বিচারক গোলাম নবী, মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী,উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ, পৌর মেয়র আব্দুর রশিদ খান, সহকারী কমিশনার ভুমি শরীফ শাওন, জেলা আইনজীবি সমিতির সভাপতি রবিউল
ইসলাম,সাধারণ সম্পাদক আফিদুল ইসলাম, এ্যাডঃ তুষার কান্তি রায়,আব্দুর রহিম, পিন্স মিয়া, শীরিন সবনম ঝরনা,হরিদাস মল্লিক, মফিজুর রহমান,তরিকুল ইসলাম প্রমুখ।
জেলা ও দায়রা জজ মোঃ নাজিমুদ্দৌলা জানান, আদালত ভবনের মেরামতের কাজ শেষ হলেই মহেশপুরের আদালত আবার ফিরে আসবে।