বিজয়নগরে বিপুল পরিমাণ ইয়াবাসহ দু’জন আটক

মুহাম্মদ মহসিন আলী, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদক উদ্ধারে অভিযান চালিয়ে ১৯০০ পিছ ইয়াবাসহ মাদক পাচারের কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ করা হয়। এসময় উপজেলার পাহাড়পুর ইউনিয়নের বামুটিয়া মধ্য পাড়ার আবদুল ছোবহান এর ছেলে ইমরান মিয়া (৩৪) ও একই ইউনিয়নের চানপুর গ্রামের আবদুল জাহের এর ছেলে ৮ টি মাদক মামলার আসামি, আবদুল হক (৩৪) কে গ্রেপ্তার করেছে বিজয়নগর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ১০ আগস্ট সকালে বিজয়নগর থানাধীন আউলিয়া বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. মাসুদ, সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে গোপন সংবাদে মাদক উদ্ধার অভিযান চালিয়ে পাহাড়পুর ইউনিয়নের চানপুর এলাকায় রাস্তার উপর থেকে ইমরান মিয়াকে তল্লাশি করে ১৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের পর, আসামি ইমরান মিয়ার স্বীকারোক্তিতে আউলিয়া বাজার থেকে চিহ্নিত ইয়াবা বিক্রেতা ৮ টি মাদক মামলার আসামী আবদুল হক কে ৩০০ পিছ ইয়াবা ও একটি মোটরসাইকেল সহ আটক করা হয়।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মো. রাজু আহমেদ মাদক সহ আসামি গ্রেপ্তার হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন। মাদক উদ্ধারে বিজয়নগর থানার এই অভিযান অব্যাহত থাকবে। মাদক দেশ ও সমাজের শত্রু। জনপ্রতিনিধি ও সমাজের নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গ এগিয়ে আসলে মাদক নিয়ন্ত্রণে আনা সহজ হবে। মাদক নির্মূলে সবাইকে এগিয়ে আসতে হবে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * অভিযান * ব্রাহ্মণবাড়িয়া * মাদক উদ্ধার
সর্বশেষ সংবাদ