এলাকার মানুষের সহযোগিতায় মাদক কারবারি আটক, দুই মাদক কারবারির কারাদণ্ড 

স্টাফ রিপোর্টার, নোয়াখালীর চাটখিল:
উপজেলার  মোহাম্মদপুর ইউনিয়নের অন্তর্গত নোয়াপাড়া গ্রামের  রবিউল বাশার (৩০) ও কুলশ্রী গ্রামের রবিউল হোসেন নাজিম (২০) কে ইয়াবা ও গাঁজা ব্যবসায় জড়িতে থাকার কারণে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটি ম্যাজিস্ট্রেট ইমরানুল হক ভূঁইয়া। তাদের দু’জনকে নগদ অর্থদণ্ড ১০০ টাকা করে ৬ মাস বিনাশ্রম কারদণ্ড  প্রদান করেন।
মোহাম্মদপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড নাম্বার মো: জাফর ইসলাম জানান দীর্ঘদিন থেকে লুকিয়ে লুকিয়ে  তারা মাদক ব্যবসা করে আসছিল। ৯ জুলাই (বুধবার) এলাকার দুই তরুণ শিক্ষার্থী  রাহাত ও রিসান  তাদেরকে পর্যবেক্ষণ করে হাতেনাতে ধরে ফেলেন। পরে এলাকার মেম্বার  ও থানা পুলিশকে খবর দিলে  চাটখিল থানার এসআই মো: কামাল এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে ধরে উপজেলা নির্বাহী  অফিসারের কার্যালয়ে নিয়ে আসেন।
এরপর তাদেরকে জিজ্ঞাসা করলে  তাদের থেকে  প্রায় ২০ গ্রাম গাঞ্জা ও ১৫ পিচ ভাঙ্গাচুরা ইয়াবা পাওয়া যায়। ইউএনও ইমরানুল হক ভূঁইয়া দুইজন তরুণ শিক্ষার্থীকে  মাদক ব্যবসায়ীদের কে ধরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ জানান। পরবর্তীতে  মাদকদ্রব্য গুলোকে ইউএনও অফিসের নিচে পুড়িয়ে ফেলা হয়।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * কারাদণ্ড * গাঁজা ব্যবসা * নোয়াখালী * মাদক
সর্বশেষ সংবাদ