এলাকার মানুষের সহযোগিতায় মাদক কারবারি আটক, দুই মাদক কারবারির কারাদণ্ড
স্টাফ রিপোর্টার, নোয়াখালীর চাটখিল:
উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের অন্তর্গত নোয়াপাড়া গ্রামের রবিউল বাশার (৩০) ও কুলশ্রী গ্রামের রবিউল হোসেন নাজিম (২০) কে ইয়াবা ও গাঁজা ব্যবসায় জড়িতে থাকার কারণে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটি ম্যাজিস্ট্রেট ইমরানুল হক ভূঁইয়া। তাদের দু’জনকে নগদ অর্থদণ্ড ১০০ টাকা করে ৬ মাস বিনাশ্রম কারদণ্ড প্রদান করেন।
মোহাম্মদপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড নাম্বার মো: জাফর ইসলাম জানান দীর্ঘদিন থেকে লুকিয়ে লুকিয়ে তারা মাদক ব্যবসা করে আসছিল। ৯ জুলাই (বুধবার) এলাকার দুই তরুণ শিক্ষার্থী রাহাত ও রিসান তাদেরকে পর্যবেক্ষণ করে হাতেনাতে ধরে ফেলেন। পরে এলাকার মেম্বার ও থানা পুলিশকে খবর দিলে চাটখিল থানার এসআই মো: কামাল এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে ধরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে আসেন।
এরপর তাদেরকে জিজ্ঞাসা করলে তাদের থেকে প্রায় ২০ গ্রাম গাঞ্জা ও ১৫ পিচ ভাঙ্গাচুরা ইয়াবা পাওয়া যায়। ইউএনও ইমরানুল হক ভূঁইয়া দুইজন তরুণ শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ীদের কে ধরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ জানান। পরবর্তীতে মাদকদ্রব্য গুলোকে ইউএনও অফিসের নিচে পুড়িয়ে ফেলা হয়।