পাবনায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, পাবনা:
পাবনায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বঙ্গমাতা গোল্ডকাপে পাবনা সদর উপজেলা পর্যায়ে তারাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন ও আতাইকুলার মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় রানার্সআপ হয়।
অন্যদিকে বঙ্গবন্ধু গোল্ডকাপে শালাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন ও  শাহদিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় রানার্সআপ হয়। বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদের শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে এ ম্যাচের উদ্বোধন করেন পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি।
উপজেলা নির্বাহী অফিসার তাহমিদা আক্তারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,  উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান শাওয়াল বিশ্বাস ও মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার রেখা।
এছাড়া উপস্থিত ছিলেন, প্রাথমিক শিক্ষা অফিসার নার্গিস সুলতানা, সদর উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, অর্থ সম্পাদক হিরোক হোসেন, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মামুন, পৌর আ.লীগ নেতা কামরুজ্জামান রকি, চরতারাপুর ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দুকুর রহমান খান, দাপুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান ওমর ফারুক প্রমুখ।
প্রসঙ্গত, গত ৭ আগস্ট পাবনা সদর উপজেলার মোট ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১৮৫ টি প্রাথমিক বিদ্যালয়ের ইউনিয়ন পর্যায়ের বিজয়ীদের মধ্যে ছেলেদের বঙ্গবন্ধু ও মেয়েদের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন * পাবনা * বঙ্গবন্ধু * বঙ্গমাতা
সর্বশেষ সংবাদ