যেদিন থেকে পাওয়া যাবে বিশ্বকাপের টিকিট

 

বার্তা বিভাগ:

২৫ আগস্ট থেকে পাওয়া যাবে প্রস্তুতি এবং মূলপর্বের ম্যাচের টিকিট। তবে সেমিফাইনাল আর ফাইনালের টিকিট পেতে অবশ্য লাগবে আরও খানিকটা সময়। এছাড়া ভারতের ম্যাচের টিকিট কবে ছাড়া হবে সেটাও এখনও জানায়নি বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

এর আগে ১৫ আগস্ট থেকে আগ্রহী ব্যক্তিরা নিবন্ধন করতে পারবেন। আগে থেকে নিবন্ধন করা থাকলে টিকিট-সংক্রান্ত খবরও মিলবে আগেভাগেই।২৫ আগস্ট থেকে পাওয়া যাবে বাংলাদেশের ম্যাচের টিকিটও। টিকিট ছাড়ার ঘোষণায় বিসিসিআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হেমাং আমিন বলেছেন, ‘২০২৩ সালের আইসিসি পুরুষ বিশ্বকাপের অফিশিয়াল টিকিটের তথ্য ও আপডেটের জন্য সমর্থকেরা নিবন্ধন করতে পারবেন।

এ ঘোষণা দিতে পেরে আমরা আনন্দিত। পরিবর্তনের পর সূচি চূড়ান্ত হয়েছে, এখন সমর্থকেরা টিকিট কেনার অপেক্ষায় থাকতে পারবেন উচ্চমানের ক্রিকেট দেখতে। সব ভেন্যুতে যাতে আপনাদের আনন্দময় অভিজ্ঞতা হয়, সেটি নিশ্চিত করতে সব পদক্ষেপই নেবে বিসিসিআই।’ টিকিট প্রত্যাশীদের আগে নিবন্ধন করার আহ্বান জানিয়েছেন আইসিসির ইভেন্টসের প্রধান ক্রিস টেটলি। তিনি বলেন, ‘এ মাস থেকেই বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * টিকিট * বিশ্ব ক্রিকেট * বিশ্বকাপ * সেমিফাইনাল
সর্বশেষ সংবাদ