খুলনায় নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
দেবব্রত ব্যানার্জী, খুলনা প্রতিনিধি:
খুলনার পাইকগাছায় চিংড়ি ঘেরে ভাসমান অবস্থায় বিশ্বজিৎ সানা (৩০) নামক এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ বুধবার (৯ আগস্ট) আনুমানিক সকাল ৭ টার দিকে এলাকার লোকজন সোলাদানা ইউপি’র আমুরকাটা ও দীঘা গ্রামের সীমানায় প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন চিংড়ী ঘেরে ভাসমান অবস্থায় তার লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। পরে থানা পুলিশ তার লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে ।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আনজির হোসেন জানান, বিশ্বজিৎ সানা গত রবিবার থেকে নিখোঁজ ছিল। স্থানীয়দের উদ্বৃতি দিয়ে তিনি জানান, নিহত বিশ্বজিৎ এলাকার বিভিন্ন মাছের ঘেরে রাতে চুরি করে মাছ ধরতো। ঘটনার দিন রাতে কোনো ঘেরে মাছ ধরতে গেলে তাকে পিটিয়ে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তার হত্যার প্রকৃত রহস্য উদঘটনে ব্যাপকভাবে তদন্ত করা হচ্ছে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, নিহত বিশ্বজিৎ হত্যার রহস্য উদঘটনে চুরি ও পরকীয়ার সূত্র ধরে তদন্ত কাজ চলছে।