শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা ও এডিস মশা নিধনে বিভিন্ন উপকরণ বিতরণ
আবুসাঈদ, শ্রীপুর গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধে করণীয় ও সচেতনতায় আলোচনা সভা এবং এডিস মশা নিধনে মশারী, ঔষধ ও স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে। বুধবার (৯ আগস্ট) বেলা ১১ টায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী সংসদ সদস্য অধ্যাপিকা রুমানা আলী টুসি।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন, করোনার পরপরই ডেঙ্গু সারাদেশে ছড়িয়ে পড়ছে। ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে তার নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসতে হবে। হতদরিদ্র নিন্ম আয়ের মানুষদেরকে বেশি সচেতন করতে হবে। চিকিৎসকদের উদ্দেশ্যে তিনি বলেন, হাসপাতালে আসা ডেঙ্গু রোগীদের যথাযথ চিকিৎসা দিতে হবে। পাশাপাশি চিকিৎসকদেকেও সচেতন থাকতে হবে। সচেতনতার মাধ্যমে এডিস মশা নিধন করতে পারলে, ডেঙ্গু রোগীর সংখ্যা কমতে থাকবে।
সভায় উপস্থিত ছিলেন, শ্রীপুর পৌরসভার মেয়র আনিছুর রহমান, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজের সাবাকে ভিপি আহসান উল্লাহ, গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল আলম রবিন, শ্রীপুর উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, শ্রীপুর পৌর যুবলীগের সভাপতি হাসানুল ইসলাম আকন্দ শাওন, শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাকিরুল হাসান জিকো প্রমুখ।