সদরপুরে ৪র্থ পর্যায়ে ১৭০টি সুবিধাভোগী পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর
তানভীর তুহিন, স্টাফ রিপোর্টার:
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃক ২০,১০১টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে ফরিদপুরের সদরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ৪র্থ পর্যায়ে উপজেলার ১৭০টি সুবিধাভোগী পরিবারকে ২ শতাংশ জমির দলিল ও গৃহ হস্তান্তর করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, সদরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেল, উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আকতার, সদরপুর থানা অফিসার ইনচার্জ মো: মামুন আল রশিদ, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, ইউনিয়ন চেয়ারম্যান, সাংবাদিকসহ স্থানীয় সুশীল সমাজ।