সোনার বাংলা বিনির্মাণে বঙ্গমাতার অবদান ছিলো অসামান্য-জেলা আ’লীগ সাধারণ সম্পাদক
খুলনা প্রতিনিধি:
খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড সুজিত অধিকারী বলেছেন খোকা থেকে মুজিব, মুজিব থেকে বঙ্গবন্ধু এবং সবশেষে বঙ্গবন্ধু থেকে জাতির পিতা হয়ে ওঠার পেছনে যে নারীর অবদান তিনি আর কেউ নন তিনিই আমাদের নারী জাতির অহংকার বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব।
বঙ্গমাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেপথ্য শক্তি,সাহস ও বিচক্ষণ পরামর্শক হয়ে তিনি জড়িয়ে ছিলেন। তিনি বলেন বঙ্গমাতা রাজনীতির সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত না থেকেও বঙ্গবন্ধুর স্বপ্ন ও লক্ষ্য পূরণে তাঁর চিন্তা-ভাবনার সাথী হয়ে রাজনীতির মহানায়কের পাশে থেকেছেন অবিচল। তিনি সোনার বাংলা বিনির্মাণে আড়ালে অন্তরালে থেকে রেখেছেন অসামান্য অবদান। তিনি কখনো নিজের সুখ-স্বাচ্ছন্দ্য ও ভোগবিলাসের কথা ভাবেননি, ভেবেছিলেন দেশ ও দেশের মানুষ আর নেতা-কর্মীদের কথা।
তিনি গতকাল ৮ আগষ্ট বিকালে রূপসা উপজেলা আওয়ামীলীগ আয়োজিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তৃতা করেন খুলনা-৪ (রূপসা, তেরখাদা ও দিঘলিয়া) আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শিদী। এসময় তিনি বলেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন জাতির পিতার সকল কাজের অনুপ্রেরণা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন বন্দিজীবনে ছিলেন তখন বঙ্গমাতা দক্ষ হাতে সামলিয়েছেন ছেলেমেয়ে, সংসার এবং ভেবেছেন নেতা-কর্মীদের কথা। তিনি ছিলেন একজন দক্ষ সংগঠক ও মহীয়সী নারী। দেশের সামাজিক পরিবর্তনের জন্য নারীদের কেমন ভূমিকা রাখা উচিত তা বঙ্গমাতার জীবন ও কর্ম থেকে এ দেশের নারীদের উপলব্ধি করা উচিত।
রূপসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ কামাল উদ্দিন বাদশার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোল্যা মোজাফফর হোসেন, জেলা আওয়ামী লীগ সদস্য ফ,ম আঃ সালাম, সাবেক জেলা আওয়ামী লীগ সদস্য আঃ মজিদ ফকির।
রূপসা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলুর পরিচালনায় বক্তৃতা করেন রূপসা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খান শাহাজাহান কবীর প্যারিস,আরিফুর ইসলাম মোল্যা, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক শ্যামল কুমার দাস, সাবেক জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মোতালেব হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, সাংগঠনিক সম্পাদক এমডি রকিব উদ্দীন,দপ্তর সম্পাদক আকতার ফারুক,প্রচার ও প্রকাশন সম্পাদক আ: গফুর খান, কোষাধ্যক্ষ সেলিম মোল্যা, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শ,ম জাহাঙ্গীর, উপ-প্রচার সম্পাদক সোহেল জুনায়েদ, টিএসবি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর শেখ, ঘাটভোগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোল্য ওয়াহিদুজ্জামান মিজান, আওয়ামী লীগ নেতা মাধূরী সরকার, মঈন উদ্দীন শেখ, বিনয় কৃষ্ণ হালদার,তাহিদুল ইসলাম মোল্যা, মুনীর হোসেন মোল্যা,আসাদ শেখ,ফরিদ শেখ, মনিরুজ্জামান পিলু, শ্রমিকলীগ নেতা আশরাফ আলী রাজ, বাজার বনিক সমিতি নেতা জুলফিকার আলী,আরিফুর রহমান, শাহনিওয়াজ মাগদুম,ইনতাজ মোল্যা, আলী আকবর শেখ, কৃষকলীগ নেতা মহসিন হোসেন পাইক, ওয়াহিদুজ্জামান আরমান মিয়া, যুবলীগ নেতা হারুন মোল্যা, সরদার জসীম উদ্দিন, আবু আহাদ হাফিজ বাবু, রউফ শিকদার, তাপস বিশ্বাস, জয়দেব সরকার, মুসা মোল্যা সবুজ, মুরাদ মোল্যা, মো: রহমত আলী শেখ, আনিসুর রহমান মাসুম, রনজিত হালদার, হাসান আলী, সেলিম বাবু,মইন উদ্দীন মোহন, মঈন শেখ, সামসুল আলম বাবু, আবদুল্লাহ আল মামুন,রাবেয়া সুলতানা, হোসনেয়ারা পারভিন হেনা, স্বপ্না রানী পাল, হীরা খাতুন, আওয়াল শেখ, খায়রুল বাশার, রিয়াজ শেখ, জেসমিন খাতুন প্রমূখ। পরবর্তীতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন টিএসবি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো: জাহাঙ্গীর শেখ ।