মহেশপুরে বঙ্গমাতা’র ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে নগত অর্থসহ সেলাইমেশিন বিতরণ
মহেশপুর ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুরে মঙ্গলবার সকালে মহেশপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও এলাকার অসহায় দুস্তদের মাঝে নগত অর্থসহ সেলাইমেশিন বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা, থানার অফিসার ইনর্চার্জ (ওসি) খন্দকার শামীম উদ্দীন, পৌর মেয়র আব্দুর রশিদ খান,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উন্মে ছালমা আক্তার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, পৌর ল্যাব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষাবিদ এটিএম খাইরুল আনাম, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজি আব্দুস সাত্তার, মহিলা বিষয়ক অধিদপ্তরের কেডিট সুপার ভাইজার মনোরঞ্জন মজুমদার প্রমুখ।
পরে অসহায় দুস্তদের মাঝে নগত অর্থ ও অসহায় মহিলাদের মাঝে সেলাইমেশিন বিতরণ ককরা হয়। মহেশপুরে সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলা জাকের পাটির নির্বাচনী