বোয়ালমারীতে জেলা কোর কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত 

বিধান মন্ডল,ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারীতে জেলা কোর কমিটির সাথে  জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা  ১১ টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা  মোশারেফ হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ফরিদপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা নির্বাহী হাকিম মো: কামরুল আহসান তালুকদার।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- “এ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির লক্ষ্যে কারো মনে সামন্য দুরভিসন্ধি থাকে আজ থেকে তা ভুলে যান, সন্ত্রাস, জঙ্গিবাদ, সহিংসতা প্রতিরোধে কাউকে ছাড় দেওয়া হবে না। সহিংসতা মোকাবিলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা কোর কমিটি সদা প্রস্তুত। যে কোন পরিস্থিতিতে আমাদের অভিহিত করুন  এ কমিটি উদ্বুদ্ধ পরিস্থিতি মোকাবিলায় তাৎক্ষণিক পদক্ষেপ নেবে। আইনশৃঙ্খলা রক্ষার প্রয়োজনে কাউকেই সামান্য ছাড় দেওয়া হবে না। “
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ফরিদপুর পুলিশ সুপার মো: শাহজাহান, জেলা এনএসআই এর যুগ্ম পরিচালক মোহাম্মদ মজিবুর রহমান,  অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অমিত দেবনাথ , র‌্যাব-১০ এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমাণ্ডার কে এম শাইখ আকতার, জেলা আনসার ও ভিডিপি’র কমাণ্ড্যান্ট নাদিরা ইয়াসমিন, সহকারী পুলিশ সুপার (মধুখালি সার্কেল) মো: মিজানুর রহমান,  বোয়ালমারী পৌর মেয়র মো: সেলিম রেজা লিপন , আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রফিকুল ইসলাম, বোয়ালমারী সহকারী কমিশনার (ভূমি) দিলারা আক্তার।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুল ওহাব, উপজেলা,মুক্তিযুদ্ধা সংসদের সাবেক কমাণ্ডার, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুর রশীদ, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম প্রমুখ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * জনপ্রতিনিধি * বীর মুক্তিযোদ্ধা * রাজনৈতিক নেতৃবৃন্দ * সুশীল সমাজ
সর্বশেষ সংবাদ