প্রধানমন্ত্রী কর্তৃক ৪র্থ পর্যায়ে জমি ও গৃহাপ্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষ্যে প্রেস ব্রিফিং
রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ প্রতিনিধি:
মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন অর্থাৎ ‘ক’ শ্রেণির পরিবারকে ৪র্থ পর্যায়ে (২য় ধাপ) জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন ৯ই আগষ্ট মঙ্গলবার । মুজিব বর্ষের এ বিশেষ ও মহতী উদ্যোগ সম্পর্কে সর্বস্তরের জনগণের অবহিতকরণ নিশ্চিত করার লক্ষ্যে ময়মনসিংহের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় বহুল প্রচারের লক্ষে সোমবার সকালে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে ।
ময়মনসিংহ বিভাগীয় প্রশাসন এর আয়োজনে জেলা প্রশাসনের কার্যালয়ে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। প্রেস ব্রিফিং সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া। এসময় সমাজ সেবার বিভাগীয় পরিচালক তাহমিনা আক্তার, ময়মনসিংহ জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক পুলক ক্লান্তি চক্রবর্তী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ ) মেহেদী হাসান, আরডিসি মো: মাহফুজুল হক সহ অন্যান্য কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন ।
বিভাগীয় কমিশনার জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ময়মনসিংহ জেলায় উপজেলা টাস্কফোর্স কমিটির সভা ও জেলা টাস্কফোর্স কমিটির সভার মাধ্যমে এই পর্যন্ত মোট ৪১৮৯টি পরিবারকে “ক” শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবার হিসেবে চিহ্নিত করা হয়েছে।
তন্মধ্যে ১ম পর্যায়ে ১৩০৫ টি, ২য় পর্যায়ে ৬৪৫ টি এবং ৩য় পর্যায়ে ৮৪০ টি গৃহ নির্মাণের মাধ্যমে মোট ২৭৯০ টি “ক” শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। ৪র্থ পর্যায়ে বরাদ্দকৃত ১৩৩৪ টি গৃহের মধ্যে ৫৩৯ টি গৃহের নির্মাণ কাজ সম্পন্ন করে ভূমিহীন ও গৃহহীন পরিবারের নিকট জমিসহ গৃহ হস্তান্তর করা হয়েছে।
অবশিষ্ট ৮৬০ টি পরিবারের মধ্যে ৬৫ টি পরিবারকে তাদের চাহিদা অনুযায়ী আইনানুগভাবে আশ্রয়ণ প্রকল্পে খালি ঘর ও প্রথম পর্যায়ে বরাদ্দকৃত খালি ঘরে পুনর্বাসন করা হয়েছে। এ পর্যায়ে ৭৯৫ টি পরিবারকে আগামী ০৯ আগস্ট, ২০২৩ গৃহ প্রদানের মাধ্যমে পুনর্বাসন করা হবে।