শিবচর থানার ওসি নেতৃত্বে ৩৪ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক

মীর ইমরান, মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুর জেলার পুলিশ সুপার মো: মাসুদ আলম, বিপিএম (বার) পিপিএম এর দিক নির্দেশনায় শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি অভিযানিক টিম এসআই (নি:) মোস্তফা কামাল,এএসআই (নি:) শহিদুল ইসলাম, সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে।
পাঁচ্চর বাস স্ট্যান্ডে মাদক ব্যবসায়ী শিবচরের বিভিন্ন স্থানে গাঁজা বিক্রির জন্য গাঁজা নিয়ে আসবে। পাচ্চর বাসস্টান্ডে আরিফ খান (২৮), পিতা-মৃত আব্দুর রশিদ খান, সাং-গোবরদিয়া, থানা-বাগেরহাট সদর, জেলা- বাগেরহাটকে আটক করে। আরিফ খানের সাথে থাকা অপর অজ্ঞতনামা আসামী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। আরিফ খানের সাথে থাকা ৪ টি ব্যাগ তল্লাশি করে গাঁজার দৃশ্য দেখতে পেয়ে কর্তব্যরত পুলিশ ব্যাগ গুলো উপস্থিত জনতার সামনে জব্দ করে ।
জব্দকৃত ৪ টি ব্যাগ খুলে দেখা যায় যে, সেখানে বাদামী রংয়ের স্কচটেপ দিয়ে মোড়ানো মোট ৮ টি প্যাকেটে ৩৪ (চৌত্রিশ) কেজি গাঁজা রয়েছে।
যার বর্তমান বাজার মূল্য ৬,৮০,০০০/- (ছয় লক্ষ আশি হাজার) টাকা। এ বিষয়ে মাদারীপুর সার্কেল ( শিবচর) মো: আনিসুর রহমান বলেন আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি জেলার বাহিরে থেকে মাদকের বড় একটি চালান শিবচর আসবে, আমরা গোপন পাচ্চর বাসস্টান্ডে অপেক্ষা করি এর পর আরিফ খান নামের ব্যক্তিকে চারটি ব্যাক নিয়ে উপস্থিত দেখে আমরা তল্লাশি করা তাকে তার সাথে থাকা চারটি ব্যাক থেকে ৩৪ কেজি গাঁজা জব্দ করা।
আটকৃত আসামি আরিফ খানের সাথে থাকা পলাতক অজ্ঞাতনামা আসামীকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত আছে এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * গাঁজা * মাদক * মাদারীপুর * শিবচর থানা
সর্বশেষ সংবাদ