শিরোনাম
গাজা ছাড়ার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি সেনারা   » «    মানসিক চাপ হলেই কেন মুখে ব্রণ বাড়ে, সমাধান কী?   » «    যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে চন্দ্রপাড়া দরবার শরীফের ওরছ অনুষ্ঠিত   » «    সিলেটের কোয়ারি থেকে বালু-পাথর তোলার অনুমতি নিয়ে শুরু হয়েছে চক্রান্ত   » «    শব্দদুষনে অতিষ্ঠ সিলেটবাসী, বাড়ছে নানা রোগ   » «   

সিলেটে বঙ্গবন্ধু জ্যেষ্ঠ পুত্র,বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উদযাপন

উৎফল বড়ুয়া, সিলেট
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার(৫ আগস্ট) প্রথম প্রহরে জেলা প্রশাসক সিলেট কার্যালয়ে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন এসএমপি‘র অতিরিক্ত কমিশনার (সদর ও প্রশাসন) জনাব মোঃ জোবায়েদুর রহমান, পিপিএম, মহোদয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) জনাব মুঃ মাসুদ রানা,  উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) জনাব তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব মোঃ আজবাহার আলী শেখ, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোহাঃ সোহেল রেজা,পিপিএম, উপ-পুলিশ কমিশনার (পিওএম) জনাব মোঃ জাবেদুর রহমান, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মুহম্মদ আবদুল ওয়াহাব, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) জনাব ইমাম মোহাম্মদ শাদিদ, উপ-পুলিশ কমিশনার জনাব তাহিয়াত আহমেদ চৌধুরী, এসএমপি’র বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন অফিসারগণ সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।
পরবর্তীতে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে জাতির পিতার জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামাল-এঁর ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা প্রশাসক জনাব শেখ রাসেল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার সিলেট জনাব আবু আহমদ ছিদ্দীকী মহোদয়। এছাড়াও সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জ ডিআইজি জনাব শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম (বার) পিপিএম মহোদয়, এসএমপি‘র অতিরিক্ত কমিশনার (সদর ও প্রশাসন) জনাব মোঃ জোবায়েদুর রহমান, পিপিএম, পুলিশ সুপার সিলেট জেলা জনাব মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ মাসুক উদ্দিন আহমেদ সহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সম্মানিত নাগরিকবৃন্দ। উক্ত আলোচনা সভায় উপস্থিত সকলেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফেরাত কামনা করেন। আলোচনা সভার শেষ পর্যায়ে বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আবৃ্ত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রকারী বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন সম্মানিত প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উদযাপন * সিলেটে বঙ্গবন্ধু জ্যেষ্ঠ পুত্র
সাম্প্রতিক সংবাদ