জয়পুরহাটের ক্ষেতলালে বাবাকে নির্যাতনের অভিযোগ ছেলের বিরুদ্ধে 

আ: রাজ্জাক, জয়পুরহাট জেলা প্রতিনিধি:
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নের নাজিরপুর গ্রামে সম্পতির জন্য নিজ পিতাকে মারধর করেছে এমন অভিযোগ উঠেছে ছেলে সাজ্জাদ (৩৮) এর বিরুদ্ধে। সে সেনা বাহিনীতে সৈনিক পদে চাকুরী করছেন।  এ বিষয়ে বাবা আব্দুল  মোত্তালেব (৬২) ক্ষেতলাল থানায় ছেলের দ্বারা নির্যাতনের শিকার হয়েছেন এমন অভিযোগ দায়ের  করেছেন।
জানা গেছে, জেলার ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউপির নাজিরপুর গ্রামের কৃষক আব্দুল মোত্তালেব। তার তিন ছেলে । ছোট ছেলে পড়াশোনা এবং দ্বিতীয় ছেলে সেনাবাহিনীতে সৈনিক পদে চাকুরী করেন। ১২ বছর পূর্বে তার  স্ত্রী মারা গেলেও সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে বিয়ে করেননি। ছোট ছেলে বর্তমানে ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করছেন।
আব্দুল মোত্তালেব বলেন, আমার দ্বিতীয় ছেলে সাজ্জাদ ছোট থেকেই উগ্র স্বভাবের। তুচ্ছ কারণে সে সবার সঙ্গে খারাপ আচরণ করে। সে ছুটিতে বাড়ি এলে সম্পত্তির জন্য প্রায় আমাকে মাধর করে এবং বিভিন্ন সময় মাঠের জমি ও বাড়ির একটি অংশ তাঁর নামে লিখে দেওয়ার জন্য চাপ সৃষ্টিসহ হুমকি দেন। আমি ২য় বিয়ে করিনি সন্তানদের ভবিষ্যতের জন্য, ছেলে সাজ্জাদের বাড়িতে আসলেই অত্যাচার আরও বেড়ে যায়।
তিনি বলেন, গত রবিবার  (৩১ জুলাই) সন্ধ্যায় দরজার লাঠি দিয়ে আমাকে মারধর করেছে। বাবা হিসেবে আমার জন্য এটা লজ্জার বিষয়। সে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে বরিশাল বিভাগে চাকরি করে। এ বিষয়ে আব্দুল মোত্তালেব এর ছোট ছেলে মাহিনুর ইসলাম বলেন, আমার ভাবী পারিবারিক কলহ সৃষ্টির জন্য দায়ী। কারন সে আমার ভাই এর মনে বিষ ঢালে এবং সবসময় মানষিক টর্চার করে।
এ বিষয়ে অভিযুক্ত সাজ্জাদ  বলেন, অভিযোগ মিথ্যা। সে বাবাকে মারধর করেনি।’  বাবা বরং আমার  মোটরসাইকেল ভাঙচুর  করেছে। সরেজমিনে গেলে, নাজিরপুর গ্রামের একাধিক গন্যমান্য ব্যাক্তিরা বলেন ছেলে সাজ্জাদ তার জন্মদাতা পিতাকে মারধর করেছে আমরাও শুনেছি। মূল ঘটনা জমি জমা নিয়ে। আব্দুল মেত্তালেব তার ছেলেদের লিচুর বাগান ছেরে দিয়েছিল। সেটি আবার ফেরত  নেওয়াই বাবা ছেলের মধ্য ঝগড়া হয়েছে।
তবে সাজ্জাদ আইনের লোক হয়ে বাবাকে বিভিন্ন সময়  মারধর ও নির্যাতন করে এটি অন্যায় ৷ এ বিষয়ে ক্ষেতলাল থানার এস আই মামুন বলেন বাবাকে মারধরের বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে৷
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * তদন্ত * নির্যাতনের শিকার * মারধর * সেনাবাহিনী
সর্বশেষ সংবাদ