তারেক ও তার স্ত্রীর রায়ের প্রতিবাদে পাবনায় বিএনপির বিক্ষোভ সমাবেশ

 

 

পাবনা প্রতিনিধি:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রীর বিরুদ্ধে রায়ের প্রতিবাদে পাবনায় তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে পাবনা জেলা বিএনপি। বুধবার (০২ আগস্ট) বিকেলে পাবনা জেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বেড় হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে আবার কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সভায় বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ খান মন্টু, আনিসুল হক বাবু, নূর মোহাম্মদ মাছুম বগা, সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার, সাবেক যুগ্ম আহবায়ক সিদ্দিকুর রহমান, জেলা যুবদলের আহবায়ক হিমেল রানাসহ অনেকে।

সভায় বক্তরা বলেন, তারেক রহমান আজ জনপ্রিয়তা এতই শীর্ষে চলে গেছে যে সরকার তাকে ভয় পায়। এ ভয় থেকেই এমন রায় এসেছে। সরকার তারেক রহমানের নামে ভুয়া মামলায় ৯ বছর ও তর সহধর্মিণী যিনি রাজনীতি করেন না, সাধারণ মানুষের পক্ষে কথা বলতে গিয়ে তাকেও আজ তিন বছরের সাজা দেওয়া হয়েছে। বক্তরা এই রায়ের প্রতিবাদ জানিয়ে বলেন, অচিরেই তারেক রহমান বাংলাদেশে ফিরবে। বর্তমান সরকারের পতনের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। এখনও সময় আছে পদত্যাগ করুন এবং মানুষকে ভোট দেওয়ার সুযোগ করে দিন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * তারেক রহমান * পাবনা * বিক্ষোভ সমাবেশ
সর্বশেষ সংবাদ