বেনাপোলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুল ছাত্রী নিহত
রাজু রহমান,যশোর প্রতিনিধি:
যশোরের বেনাপোলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আনিকা নামের ৭ম শ্রেণির এক মেধাবী ছাত্রী অকাল মৃত্যু বরণ করেছে। বেনাপোল মরিয়ম মেমোরিয়াল গার্লস স্কুলের ৭ম শ্রেণির মেধাবী শিক্ষার্থী আনিকা বুধবার সকালে বেনাপোল চেকপোষ্টে এলাকায় রাস্তা পারাপারের সময় এই দুর্ঘটনা ঘটে ।সে বেনাপোল বড় আঁচড়া গ্রামের আলমগীর হোসেনের কন্যা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে আনিকা স্কুলে আসার সময় বেনাপোল চেকপোস্ট এলাকায় রাস্তা পারাপারের সময় একটি ট্রাক এসে তাকে চাপা দেয়। স্থানীয় লোকজন দ্রুত তাকে যশোর হাসপাতালে নেওয়ার জন্য রওনা দিলে পথিমধ্যে তার মৃত্যু হয়। আনিকার মৃত্যুর খবর পাওয়ার পর বেনাপোলের বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা পথে নেমে আসে। তারা বিভিন্নভাবে সড়ক দুর্ঘটনার প্রতিবাদ করতে থাকে।ব্যানার ফেস্টুন নিয়ে বিভিন্ন সড়কে মানববন্ধন করে।
স্থানীয়রা জানান, বেনাপোল বাংলাদেশের সবচেয়ে বড় স্থলবন্দর হওয়ায় এখানে বাংলাদেশ ও ভারতের কয়েকশো ট্রাক প্রতিদিন আসা-যাওয়া করে। কোন নিয়ম-নীতির তোয়াক্কা না করে যেখানে সেখানে পার্কিং, যত্র তত্র গাড়ি ঘোরানো এগুলো সড়ক দুর্ঘটনার প্রধান কারণ। প্রশাসনের নজরদারি না থাকা,চালকদের অসচেতনতার কারণে এমন দুর্ঘটনা ঘটছে। এলাকাবাসী এসবের বিরুদ্ধে সোচ্চার হয়ে বলেন, যত দ্রুত সম্ভব এগুলো আইনের আওতায় আনতে হবে না হলে এভাবে তাজা প্রাণ ঝরতে থাকবে।