মধ্যনগরে জাতীয় শোকদিবস পালনের প্রস্তুতি সভা
মধ্যনগর সুনামগঞ্জ, প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা পরিষদের উদ্যোগে শোকের মাসে আগত ১৫ই আগষ্ঠ জাতীয় শোক দিবস পালনের লক্ষে প্রস্তুুতি সভা অনুষ্ঠিত হয়েছে।২রা আগষ্ঠ বুধবার সাড়ে এগারোটার সময় বিপি উচ্চ বিদ্যালয়ের হল রুমে মধ্যনগর উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকার সভাপতিত্ব করেন প্রস্তুতি সভার।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী জাতীয় শোক দিবস উদযাপনের গুরুত্বপূর্ণ মতবিনিময় ও অনুষ্ঠান মালার সিদ্ধান্ত নেয়া হয়।এসময় উপস্থিত ছিলেন বীরমুক্তি যোদ্ধা,শিক্ষক,গনমাধ্যমকর্মী ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ। শোক দিবসের দিনে মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয়স্থ জাতির পিতার মুর্যালে রাষ্ট্রীয় সম্মানের সহিত শ্রদ্ধা জানানো হবে।
এবং বিদ্যালয়, কলেজ,মাদ্রাসা সহ শিক্ষা প্রতিষ্ঠানে ব্যানার ও তার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে হবে।ও উদযাপন চিত্রের মাধ্যমে উপজেলা প্রশাসনকে অবিহিত করতে হবে।এবং মসজিদ,মন্দিরে মোনাজাত করা আবশ্যিক।শিক্ষা প্রতিষ্ঠানে রচনা প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণ করা হবে।