মহেশপুরে সিএনজি ও লাটাহাম্বারের সংঘর্ষে আহত ইমরান মারা গেছে
মহেশপুর, ঝিনাইদহ সংবাদদাতা:
ঝিনাইদহের মহেশপুরে ভৈরবা তেল পাম্পের সামনে সিএনজি ও লাটা হাম্বারের সংঘর্ষে ঘটনায় আহত ইমরান হোসেন (২৭) ঢাকা পঙ্গু হাসপাতালে মারা গেছে। সোমবার রাতেই ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত ইমরান হোসেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাজিরবেড় ইউনিয়নের পটিপাড়া গ্রামের আজিবর রহমানে ছেলে।
উল্লেখ্যঃ সোমবার বিকাল ৪টার দিকে মহেশপুর থেকে সিএনজি যোগে বাড়ী যাওয়ার সময় ভৈরবা তেল পাম্পের সামনে সিএনজি ও লাটা হাম্বারের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনা স্থলেই কাজিরবেড় ইউনিয়নের লালপুর গ্রামের হোসেন মন্ডলের ছেলে ও ভাষানপোতা—আমিননগর দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপার নজিবুর রহমান নিহত হয়।
এসময় গুরুতর ভাবে আহত হয় একই ইউনিয়নের পটিপাড়া গ্রামের আজিবর রহমানে ছেলে ইমরান হোসেন। তাকে গুরুতর অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়। কাজীরবেড় ্ধসঢ়;ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়ানবী মিয়া জানান, ঢাকা থেকে লাশ গ্রামের বাড়িতে
পৌছালে সকাল ১০ টায় ইমরান হোসেনকে গ্রামের কবর স্থানে দাফন করা হয়েছে।