মাদারীপুরের ছাত্রলীগের নেতাকে বরিশাল থেকে, অস্ত্র, ইয়াবা ও জাল টাকাসহ গ্রেফতার
মীর ইমরান-মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক দুলাল প্যাদাকে দেশীয় অস্ত্র, জাল টাকা ও বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার করেছে বরিশাল গোয়েন্দা পুলিশ (ডিবি)। রমজানপুরের পার্শ্ববর্তী গৌরনদী উপজেলার একটি বাসা হতে তাকে আটক বরিশাল ডিবি পুলিশ।
গ্রেফতারকৃত দুলাল প্যাদা কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নের চর পালরদী গ্রামের হাফেজ প্যাদার ছেলে। সে রমজানপুর ইউনিয়ন ছাত্রলীগের নব গঠিত কমিটির সাধারন সম্পাদক। এলাকাবাসী ও অভিযানিক সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে গৌরনদী উপজেলার একটি ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে বরিশাল জেলা গোয়েন্দা পুলিশ( ডিবি)।
ঐ বাসা হতে দুলাল প্যাদাকে দেশীয় অস্ত্র,জাল টাকা ও বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এসময় দুলাল প্যাদার কাছ থেকে ২টি দেশীয় অস্ত্র, ৫০ হাজার জাল টাকা এবং ১১০০পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এর আগেও দুলাল প্যাদাকে মাদকসহ একাধিকবার আটক করেছিল আইনশৃংখলা বাহিনী। পরবর্তীতে ছাড়া পেয়ে পুনরায় আবারও মাদক ব্যবসা শুরু করে দুলাল প্যাদা। ঘটনাস্থল থেকে গ্রেফতার করে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।