শিবালয়ে কবি গুরু ও জাতীয় কবির মৃত্যুবার্ষিকী নানা আয়োজনে উদযাপন

স্টাফ রিপোর্টার:

কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮২তম ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম মৃত্যুবার্ষিকী পালনে ২৭শে আগষ্ট (রবিবার) সমাজ-সংস্কৃতি উন্নয়ন কেন্দ্র বাবুল-রিনা ফাউন্ডেশন বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে। বিষিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো: মাঈনুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।

সংগঠন নির্বাহী পরিচালক সাদিয়া ইসলাম এমি জানান, শিবালয় উপজেলার দক্ষিণ উলাইল গ্রামে ‘আছমা ভিলা’য় আয়োজিত অনুষ্ঠানে প্রয়াত কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে কবিতা, ছড়া, রবীন্দ্র সংগীত ও নজরুল সংগীত পরিবেশন করেন বিভিন্ন শিল্পী বৃন্দ।

অনুষ্ঠানে স্বনামধন্য আবৃত্তিকার এএসএম আশরাফ উজ্জামান ও কামরুন নাহার বিশেষ অতিথি। বিশিষ্ট কন্ঠশিল্পী বিমল শীল মধু, মুন্সি আবদুস ছালাম, বেগম আছমা, শীতল বিশ্বাস, প্রবীর সরকার প্রমূখ সংগীত পরিবেশন করেন। ফাউন্ডেশন চেয়ারম্যান সাংবাদিক বাবুল আকতার মঞ্জুর সভাপতিত্ব করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * কবি কাজী নজরুল ইসলাম * কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর * জাতীয় কবির মৃত্যুবার্ষিকী * সমাজ-সংস্কৃতি
লাইভ রেডিও
সর্বশেষ সংবাদ