অধ্যাপক আব্দুল হাফিজ স্মরণে ছায়াপথ সাহিত্য পরিষদের এবারের আড্ডা অনুষ্ঠিত

 
সৈয়দপুর, নীলফামারী প্রতিনিধি:
শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ সৈয়দপুর শহরে সাহিত্য সংগঠন ছায়াপথ সাহিত্য পরিষদের নিয়মিত মাসিক সাহিত্য ও সাংস্কৃতিক আড্ডা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ আগষ্ট) সন্ধ্যা ৬ টায় সৈয়দপুর প্লাজা সুপার মার্কেটে সৈয়দপুর বন্ধন শিল্পী গোষ্ঠীর কার্যালয়ে এর আয়োজন করা হয়।
‘জীবনের প্রতিটি মুহূর্তই সাহিত্য, সাহিত্যই সমাজের প্রতিচ্ছবি’ এই শ্লোাগানকে প্রতিপাদ্য করে আয়োজিত এই সাহিত্য আড্ডায় সৈয়দপুরসহ বিভিন্ন উপজেলা থেকে আগত কবি, সাহিত্যিক, ছড়াকার, গল্পকার, গীতিকার ও সাহিত্যানুরাগী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, ছায়াপথ সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা ও সভাপতি কবি রইজ উদ্দিন রকি। সভাপতিত্ব করেন ছায়াপথ সাহিত্য পরিষদের উপদেষ্টা মন্ডলীর সদস্য বিশিষ্ট ছড়াকার ও রম্য লেখক আবু বকর সালেহ। আড্ডায় কবি, সাহিত্যিকগণ স্বরচিত কবিতা ও প্রবন্ধ পাঠ করেন এবং শেষে বাশিঁর সুরে মুগ্ধ করেন বংশীবাদক গজেন চন্দ্র শর্মা।
এবার আড্ডার মুল আলোচ্য বিষয় ছিলো সাহিত্য ও লোক ঐতিহ্যের গবেষক, রাজনীতিবিদ অধ্যাপক আব্দুল হাফিজ এর কর্ম ও জীবন। এবিষয়ে মূল আলোচ্ক হিসেবে আলোকপাত করেন বিশিষ্ট গল্পকার ও নাট্যকার সৈয়দপুর ডিগ্রী  মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ হাফিজুর রহমান হাফিজ।
এছাড়াও অধ্যাপক আব্দুল হাফিজ এর সংক্ষিপ্ত জীবনি নিয়ে প্রবন্ধ পাঠ করেন নারী নেত্রী ও অধ্যাপক আব্দুল হাফিজ এর ভাতিজি কামরুন্নাহার ইরা।
অন্যদের মধ্যে বক্তব্য দেন ও কবিতা পাঠ করেন, ছায়াপথ সাহিত্য পরিষদের উপদেষ্টা উজান ভাটি শিল্প সাহিত্য সংস্কৃতি পরিষদ এর সভাপতি হোসাইন মুহম্মদ আনোয়ার, ছায়াপথের উপদেষ্টা কবি, সাহিত্যিক ও সাংবাদিক সৈয়দা রুখসানা জামান শানু, বন্ধন সাহিত্য ও কবিতা পরিষদের সভাপতি মনজুর আলম, আবৃত্তি শিল্পী ও কবি সাইফুল ইসলাম, বন্ধন উপদেষ্টা ও ফাতেমা এন্টারপ্রাইজ এর স্বত্যাধিকারী মাশরুম বিশেষজ্ঞ আজিজুল হক।
অনুষ্ঠানে উপস্থিত থেকে স্বরচিত লেখা পাঠ করেন ছায়াপথের সহ সভাপতি কবি সাজেদুর রহমান লোহানী, সাধারণ সম্পাদক কবি চন্দন চন্দ্র মহন্ত, প্রচার ও সাহিত্য সংস্কৃতি সম্পাদক কবি শেখ শাকিল, অর্থ সম্পাদক এস এম লিংকন, কবি হাবিবর রহমান শাহ্, অধ্যাপক কবি দুলাল রায়, কবি রাশেদ শ্রাবণ, নাট্যকার আনোয়ার হোসেন মান্না।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * অধ্যাপক আব্দুল হাফিজ * ছায়াপথ সাহিত্য * সৈয়দপুর
লাইভ রেডিও
সর্বশেষ সংবাদ