শিরোনাম
পলাশ বাজারে সিলেট বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ জন আটক   » «    রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের প্রধান উপদেষ্টার নির্দেশ   » «    বিশ্ববিদ্যালয়ের সমকক্ষ কাঠামো পাচ্ছে রাজধানীর সরকারি সাত কলেজ   » «    হুন্ডি ও ভুয়া লেনদেন: প্রবাসী পরিচালকদের ভূমিকা নিয়ে প্রশ্ন   » «    দুমকিতে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন   » «   

ঘোড়াঘাটে আ.লীগের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

মনোয়ার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
কেন্দ্রীয় আওয়ামীলীগের কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের ন্যায় দিনাজপুরের ঘোড়াঘাটে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পৌর আওয়ামীলীগ এই প্রতিবাদ সমাবেশ ও মিছিলের আয়োজন করে।
রবিবার বিকেলে পৌর আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক ও মহাসড়ক প্রদক্ষিণ করে।
মিছিল শেষে আজাদমোড়ে প্রতিবাদ সমাবেশ করে নেতৃবৃন্দ। এতে পৌর আওয়ামীলীগের সভাপতি ইউনূছ আলী মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং জেলা পরিষদের সদস্য আব্দুর রহিম মিয়া।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম রবি, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক জাহাঙ্গীর আলম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শাহিন আকতার, উপজেলা শ্রমিকলীগের সভাপতি এনামুল কবির মিন্টু, ২৪৫ শ্রমিক ইউনিয়নের সভাপতি মুরাদ হোসেন, ১নং ওয়ার্ডের কাউন্সিলর রাহাত আহম্মেদ, ৩নং ওয়ার্ড কাউন্সিল রেজয়ান মিয়া, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মুরাদ মন্ডল,ছাত্রলীগ নেতা মেহেদী হাসান সিজু এবং পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান শিমুল সহ উপজেলা ও পৌর আওয়ামীলীগ এবং এর অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * ঘোড়াঘাটে আ.লীগের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
সাম্প্রতিক সংবাদ