শিরোনাম
সিরাজগঞ্জে ভারতীয় সূতা উদ্ধার করেছে পুলিশ   » «    “প্রশাসন ক্যাডারের বাইরে অন্যান্য ক্যাডারের ৫০% অন্তর্ভুক্তির পুনর্বিবেচনার জন্য অনুরোধ”   » «    ‘ক্রিসমাস ডে’ কে কেন বড়দিন বলা হয়?   » «    সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ২৬ বাংলাদেশি পুরুষ ও নারী   » «    চাঁদপুরে জাহাজে খুনের ঘটনায় আটক ইরফান   » «   

শান্তিগঞ্জে গাঁজা ও বিদেশি মদসহ দুই মাদক কারবারি আটক

জামিউল ইসলাম তুরান,  শান্তিগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার পাগলা কান্দিগাঁও মাদ্রাসাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজা ও ৯৬ বোতল বিদেশি মদ উদ্ধারসহ দুই মাদক কারবারিকে আটক করেছে শান্তিগঞ্জ থানা পুলিশ।  বুধবার(২৬ জুলাই) দুপুরে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদ আহমদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার(২৬ জুলাই) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের সিনিয়র সহকারি পুলিশ সুপার জগন্নাথপুর সার্কেল শুভাশীষ ধর ও  শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদ আহমদ চৌধুরীর যৌথ নেতৃত্বে শান্তিগঞ্জ থানা পুলিশের অফিসার ফোর্সরা পৃথক অভিযান চালিয়ে থানা এলাকার পশ্চিম পাগলা ইউনিয়নের পাগলা কান্দিগাঁও মাদ্রাসাপাড়ায় অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনা কালে মাদক ব্যবসায়ী আছাবুল মিয়া ও গাঁজা ব্যবসায়ী পারভীন বেগমকে আটক করেন।  এসময় আটক মাদক ব্যবসায়ী আছাবুল মিয়ার বসত ঘরের ভিতর থেকে ৯৬ বোতাল বিদেশী মদ ও গাঁজা ব্যবসায়ী পারভীন বেগম এর বসত ঘর হইতে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী আছাবুল মিয়া(৫০) শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের পাগলা মাদ্রাসাপাড়া এলাকার মৃত আছদ্দর আলীর ছেলে ও গাঁজা ব্যবসায়ী পারভীন বেগম একই গ্রামের তাজ উদ্দিনের স্ত্রী ।
অপর দিকে গত মঙ্গলবার(২৫ জুলাই) দিনব্যাপী পুলিশ সুপার মোহাম্মদ এহ্সান শাহের নির্দেশনায় সিনিয়র সহকারি পুলিশ সুপার জগন্নাথপুর সার্কেল, সুনামগঞ্জ শুভাশীষ ধর ও  শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদ আহমদ চৌধুরীর যৌথ নেতৃত্বে শান্তিগঞ্জ থানা পুলিশ ও সুনামগঞ্জ পুলিশ লাইন্স থেকে আগত পুলিশের অফিসার ফোর্সরা পৃথক অভিযান চালিয়ে শান্তিগঞ্জ থানা এলাকার ঠাকুরভোগ, সাপের কোনা, রনসী, ঘোড়াডুম্বুর, পিঠাপশি, শ্রীরামপুর, আসামমোড়া, জাহানপুর, হাসনাবাজ, উপ্তিরপাড়সহ দাঙ্গাপ্রবণ গ্রাম সমূহে সাঁড়াশি অভিযান পরিচালনা করে রামদা, ঢাল, সুলফি, টেটাঁ, বল্লম, কুচা, লাঠিসহ বিভিন্ন ধরনের শতাধিক দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে।
শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদ আহমদ চৌধুরী জানান, বিদেশী মদ ও গাঁজা উদ্ধারের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং আটককৃতদের আদালতে চালান দেয়া হয়েছে এবং দাঙ্গা প্রবন এলাকা থেকে বিপুল পরিমান দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * গাঁজা ও বিদেশি মদসহ দুই মাদক কারবারি আটক * শান্তিগঞ্জ
সাম্প্রতিক সংবাদ