২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্তের রেকর্ড গড়লো বরিশাল!

রুপন কর অজিত,বরিশাল সদর প্রতিনিধিঃ
বরিশালে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। এই বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে রেকর্ড ২৮৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (২৩ জুলাই) বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ৬৮৯ জন রোগী ভর্তি আছেন।
এর আগে শনিবার (২২ জুলাই) বিভাগে রেকর্ড সংখ্যক ২৭৮ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছিল। যার তুলনায় বিগত ২৪ ঘণ্টায় বিভাগে সর্বোচ্চ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হওয়া ২৮৫ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়া রোগীর মধ্যে শুধু বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ৮৮ জন ভর্তি হয়েছেন। বর্তমানে এ হাসপাতালে ২০৫ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ দাস বলেন, ডেঙ্গু নিরোধে সচেতনতাই প্রধান কাজ। মানুষ সচেতন না হলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমানো যাবে না।
এ কর্মকর্তা আরও বলেন, বিভাগের সকল সরকারি হাসপাতালে নির্দেশনা দেওয়া আছে যেন ডেঙ্গু রোগীদের অতি গুরুত্ব দিয়ে দেখা হয়।
বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্যানুযায়ী জানা যায়, গত ১ জানুয়ারি থেকে বরিশালে,পটুয়াখালী, ভোলা,ঝালকাঠি, পিরোজপুর, বরগুনায় মোট ৩ হাজার ১৫৭ জন রোগী ভর্তি হন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * ডেঙ্গু আক্রান্তের রেকর্ড গড়লো
সর্বশেষ সংবাদ