সৈয়দপুরে জেলা বিএনপি’র পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত
শাহজাহান আলী মনন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
আগামীকাল দিনাজপুরে অনুষ্ঠিতব্য রংপুর বিভাগীয় মেহমতি মানুষের পদযাত্রা কর্মসূচী সফল করার লক্ষে নীলফামারীর সৈয়দপুরে পদযাত্রা ও পথসভা করেছে বিএনপি। মঙ্গলবার (১৮ জুলাই) বিকাল সাড়ে ৪ টায় সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি এর আয়োজন করে।
সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে এই পদযাত্রা শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে শহীদ ডা. জিকরুল হক সড়কে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়। এতে সৈয়দপুর জেলা, কিশোরগঞ্জ উপজেলা এবং সৈয়দপুর উপজেলা ও পৌর কমিটির বিএনপি, যুবদল, স্বেচ্ছা সেবক দল, শ্রমিকদল, মহিলা দল, কৃষকদল, তাঁতীদল, ছাত্রদল নেতাকর্মীরা অংশগ্রহণ করে। এসময় নীলফামারীর এএসপি সাইফুল ইসলামের নেতৃত্বে সৈয়দপুর থানার ওসি সাইফুল ইসলামসহ শতাধিক পুলিশ সদস্য সভাস্থল ঘিরে রাখে।
কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন নির্বাহী কমিটির সদস্য সাবেক সংরক্ষিত মহিলা এমপি বিলকিস ইসলাম। সভাপতিত্ব করেন সৈয়দপুর জেলা সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব আব্দুল গফুর সরকার। সঞ্চালনায় ছিলেন জেলা সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর শাহিন আক্তার।
বক্তব্য রাখেন জেলা কমিটির সিনিয়র নেতা সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. এস এম ওবায়দুর রহমান, প্রভাষক সাংবাদিক শওকত হায়াত শাহ, শফিকুল ইসলাম জনি, সামসুল আলম সরকার, সাংগঠনিক সম্পাদক আনোয়ার প্রামানিক ও এম এ পারভেজ লিটন, যুবদল সাধারণ সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর তারিক আজিজ, সৈয়দপুর উপজেলা সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান রেজাউল করিম লোকমান, সাধারণ সম্পাদক কামরুল হাসান কার্জন, জেলা ছাত্র দল সভাপতি হোসেন মুহাম্মদ আরমান, সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম রাব্বী প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সরকার জনগণের মনের কথা বুঝতে অক্ষম। তাই গ্যাস, বিদ্যুৎসহ জ্বালানী ও ভোজ্য তেল এবং সব নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম বাড়াতে বাড়াতে মানুষের ক্রয় ক্ষমতার উর্ধে নিয়ে গেছে। জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই শেখ হাসিনা দেশবাসীর এই নাভিশ্বাস অবস্থায়ও কোন দায়বোধ করছেনা। শুধু দেশের টাকা নানা কৌশলে লুট করে পাচারে ব্যস্ত।
আব্দুল খালেক বলেন, ভোট চুরি করে ক্ষমতায় এসে আওয়ামীলীগ উন্নয়নের নামে মেগা প্রকল্পের মাধ্যমে দেশের সম্পদ, ব্যাংক-বীমাসহ সকল আর্থিক প্রতিষ্ঠানে ডিজিটাল ডাকাতি করে দেউলিয়া করে ফেলেছে। বিরোধী দল মত দমনে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে একদলীয় সন্ত্রাসী রাম রাজত্ব কায়েম করেছে। জনগণের মত প্রকাশ ও ভোটাধিকার কেড়ে নিয়ে গণতন্ত্র হত্যা করে বাকশালী শোষণ চালাচ্ছে।
তাই জনমত উপেক্ষা ও মিথ্যের বেসাতি করে দেশবাসী ও আন্তর্জাতিক সম্প্রদায় কে ভেলকিবাজি দেখিয়ে আবারও প্রহসনের নির্বাচনের মাধ্যমে বাংলার মসনদ দখলের পায়তারা করছে। লুণ্ঠিত অর্থ ছিটিয়ে আজ্ঞাবহ প্রশাসনকে দিয়ে ক্ষমতা কুক্ষিগত করে আজীবন সরকারে থাকার স্বপ্নে বিভোর। তাদের এই দেশ বিরোধী ষড়যন্ত্র ধরা পড়ে যাওয়ায় সামান্য হিরো আলমের মত অরাজনৈতিক প্রতিপক্ষকেও সহ্য করতে পারছেনা। চিরাচরিত সন্ত্রাসী কর্মকাণ্ড অনুযায়ী আওয়ামীলীগ গুন্ডাবাহিনী আজও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের বিএনপি’র শান্তিপূর্ণ কর্মসূচীতে হামলা চালিয়েছে।
এই ছেঁচড়াদের দূর্বার আন্দোলন ছাড়া তাড়ানো সম্ভব নয়। সেকারণে আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে মহাসচিব সরকারের পদত্যাগের এক দফা ঘোষণা করেছেন। এখন থেকে আওয়ামীলীগ দেখলেই বলতে হবে তুই চোর, ভোট চোর। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে বিএনপি সর্বদলীয় সরকার গঠন করে দেশকে পরাধীনতার হাত থেকে রক্ষা করতে যে আন্দোলন করছে তা সফল করার জন্য সকল দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।