গুলশানের প্রতিটি চেকপোস্ট-প্রবেশ পথে তল্লাশি
সদরুল আইনঃ
ঢাকা-১৭ আসনের উপনির্বাচন উপলক্ষে গুলশান এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
প্রত্যেকটি চেকপোস্ট ও প্রবেশপথে তল্লাশি ছাড়া ও সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।
গুলশান এলাকায় দেখা যায়, এ এলাকার বিভিন্ন প্রবেশ পথে তল্লাশি চালানো হচ্ছে। গুলশান-১ ও গুলশান দুই এলাকায় প্রবেশপথে কাকলি, বনানী, গুলশান-১ গুলশান ২, বাড্ডা লিং রোড, নতুন বাজার ও কালাচাঁদপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি পরিচালনা করছে শৃঙ্খলা বাহিনী।
এসব এলাকায় বহিরাগতদের প্রবেশ ও নিষিদ্ধ যানবাহন চলাচল বন্ধে সক্রিয় ভূমিকা পালন করছে ট্রাফিক পুলিশ। তবে নির্বাচন কমিশনের নির্দেশনা সত্বেও অনেক যানবাহন ও বহিরাগতদের গুলশানে প্রবেশের চেষ্টা করতে দেখা যায়। প্রত্যেকটি চেকপোষ্টে তাদেরকে আটকে দিচ্ছে পুলিশ।
নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, ঢাকা-১৭ উপনির্বাচন শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে এ সংসদীয় আসনে সাধারণ ছুটি ঘোষণার পাশাপাশি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৫, ১৮, ১৯ ও ২০ নম্বর ওয়ার্ডসহ ক্যান্টনমেন্ট এলাকায় ৭২ ঘণ্টার জন্য মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে কমিশন।