নড়াইলে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি

 

 

শরিফুল ইসলাম, নড়াইল প্রতিনিধি:

নড়াইলের তিনটি উপজেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ঈদের পরে জুলাই মাসের প্রথম সপ্তাহে ডেঙ্গুর আক্রান্ত সংখ্যা বেশী হয়েছে। তবে আক্রান্ত রোগীর অধিকাংশই জেলার বাহিরে থেকে আসা রোগী। নড়াইল সদর হাসপাতাল সুত্র জানা গেছে অতিরিক্ত বেড না থাকায়
একই জায়গায় অন্য রোগীদের সাথে ডেঙ্গু রোগীদের চিকিৎসা করতে হচ্ছে বলে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ডেঙ্গু পুরোপুরি আমাদের নিয়ন্ত্রনে আছে।

ডেঙ্গু নিয়ন্ত্রনে জনসাধারণের আরো সচেতনার প্রয়োজন। এগারো লক্ষ জনসংখ্যার জেলা নড়াইল অনেকই কর্ম সংস্থানের জন্য ঢাকা বা বিভিন্ন জেলায় অবস্থান করে। সালেহা খাতুন নামে একজন রোগী জানান, সাত আটদিন ধরে জ্বরে আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসা নিয়ে যখন জ্বর ভালো হয়নি তখন আমরা হাসপাতালে নিয়ে এসেছি।

গত বোরবারে হাসপাতালে ভর্তি হয়েছি এখন আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছে। সোমবার(১০জুলাই) সকালে নড়াইল সদর হাসপাতালের সহকারী পরিচালক, ডাঃ মোঃ আসাদুজ্জামান মুন্সি বলেন, ডেঙ্গু সদর হাসপাতালে এখনো পর্যন্ত নিয়ন্ত্রনে আছে। আশা করছি আল্লাহ না চাইলে খারাপ পর্যায়ে যাবেনা।তবে ডেঙ্গু নিয়ন্ত্রনে জনসচেতনার প্রয়োজন। নড়াইল সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম পলিন জানান, নড়াইলে ২০২৩ সালে এ পর্যন্ত মোট ৫৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছে।

বর্তমান নড়াইল সদর হাসপাতালে ভর্তি ৮জন ও লোহাগড়া হাসপাতালে ভর্তি ১ জন মোট ৮জন রোগী চিকিৎসা গ্রহন করছে। তবে জুলাই মাসের ৬ তারিখে ৩ জন, ৭ তারিখে ৫ জন ৯ তারিখে ১জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসার জন্য ভর্তি হয়েছে। ভর্তি সকল রোগীর অবস্থা উন্নতির দিকে। আশা করছি অল্পদিনের মধ্যে সকলে সুস্থ হয়ে বাড়িতে ফিরে যাবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি * নড়াইল
সর্বশেষ সংবাদ