মধ্যনগরে সূর্য্যি মামার ঝলকানিতে জনমনে স্বস্তি
অমৃত জ্যোতি, (মধ্যনগর) সুনামগঞ্জ:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার অবস্থান ভারতের মেঘালয় সীমানায়। এপজেলায় লাগাতার বৃষ্টি ও বৈরী আবহাওয়ার সমাপ্তি হয়ে ঝলমলিয়ে সুর্য্যি মামার দেখা পেয়েছে এলাকাবাসী।ভরপুরে বর্ষার দিনে স্বস্তির নিঃশ্বাস ফেলছে মধ্যনগর এলাকার পর্যটক বহনকারী নৌশ্রমিকেরা।
বৃষ্টির প্রভাব পরেছে বাংলাদেশের হাওরাঞ্চলের পর্যটন এলাকা হিসেবে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুরে অপার লীলাভূমি টাঙ্গুয়ার হাওরে।বিগত পনেরো দিনের বৈরী আবহাওয়ায় ধ্বস নেমেছিল পর্যটন শ্রমিক সহ সকল ব্যাবসায়।কখনো অগনিত কখনো থেমে থেমে বৃষ্টি কেটে গিয়ে টাঙ্গুয়ার হাওরের উত্তাল ঢেউ(আফাল)য়ের কারণে প্রায় পর্যটক শূন্যই ছিল এই হাওরাঞ্চল।৪ঠা জুলাই দুপুর থেকে আকাশে সূর্য্যি মামার ঝলকানিতে স্বপ্ন দেখছেন সকল ব্যাবসায়ী সহ মৎসজীবিরা।আবার বাড়ছে রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মেঘালয়ের পাদদেশ আর নীলজল রাশ্মির ভ্রমন পিপাসু পর্যটকের আনাগোনা।
আবাহাওয়া অধিদপ্তর থেকে স্বাভাবিক বন্যার পুর্বাভাস থাকলেও চলমান দুদিনের রোদের ঝলকানী অনেকের মনে স্বস্তির হাসি ফুটিয়েছে একমাত্র সূর্য্যি মামা।৫ই জুলাই মঙ্গলবারের চিত্রে সূর্য্যি মামার ঝলকানির হাঁসি দেখে সকল শ্রেনীর পেশার জনমানুষ,ব্যাবসায়ী মহল,নৌশ্রমিকের মনে স্বস্তি মিলেছে।এছাড়াও গ্রামাঞ্চলের মেঠো রাস্তায় কর্দমাক্ততা কমে শুষ্কতা ফিরে আসবে বলে মনে করছেন এলাকার জনসাধারণ।