শিরোনাম
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার অনলাইন কর্তৃক প্রচারিত খবরের প্রতিবাদ জানিয়েছে আইএসপিআর   » «    সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে গিয়ে গুম হয়ে ভারতের কারাগারে যাওয়ার লোমহর্ষক বর্ণনা: সুখরঞ্জন বালি   » «    গোলাম আজম পুত্র ব্রিগেডিয়ার আযমী’র বরখাস্ত আদেশ বাতিল   » «    বেনাপোলে ছাত্র আন্দোলনে নিহত আব্দুল্লাহর বাড়িতে গেলেন জামায়াতের আমির   » «    সিরাজগঞ্জে ভারতীয় সূতা উদ্ধার করেছে পুলিশ   » «   

কালীগঞ্জে তিন প্রতিষ্ঠানকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত

সামসুল হক জুয়েল, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালীগঞ্জে তিন হাসপাতাল ও পিকনিক নৌকায় উচ্চস্বরে গান বাজনা বাজানো এবং অশ্লীল কার্যকলাপের অভিযোগে ১ লক্ষ ৭৬ হাজার টাকা জরিমানাসহ ৩ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
গত মঙ্গলবার (৪ জুলাই) উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট উম্মেহাফছা নাদিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস. এম মঞ্জুর এ এলাহী,স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরির্দশক দেব প্রসাদ মিত্র, উপজেলা ভূমি অফিসের পেস্কারমো. মাহবুবুল ইসলাম থানার সঙ্গীয় ফোর্স নিয়ে রাত ৮টা পর্যন্ত উপজেলার জামালপুর বাজারেভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভম্যাজিস্টেট উম্মে হাফছা নাদিয়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় স্থাণীয়নুবহা জেনারেল হাসপাতালের ম্যানেজার মো. মাসুম মিয়াকে ১ লাখ টাকা ও আয়েশা মেমোরিয়ালহাসপাতাল এন্ড ডায়গনোষ্টিক সেন্টারের ডা. জুয়েল হাসানকে ৫০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন।এছাড়াও কালীগঞ্জ পৌর এলাকার সেন্ট্রাল হাসপাতালের ম্যানেজার মো. আশরাফ উল্লাহকে দিমেডিক্যাল প্রাকটিস এন্ড প্রাইভেট ক্লিনিক এন্ড ল্যাবরেটরি অর্ডিন্যান্স ১৯৮২ এর ৯ ধারা মোতাবেক৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।
বিকালে উপজেলার তুমলিয়া ইউনিয়নের সোমবাজারস্থইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন শীতলক্ষায় পিকনিকের নৌকায় উচ্চ স্বরে গান বাজনা বাজানো এবংঅশ্লীল কার্যকলাপের অভিযোগে  দন্ডবিধি ১৮৬০ এর  ২৯৪ ধারায় গাজীপুরের নোয়ানী পাড়াএলাকার মো. নজরুল ইসলামের ছেলে মো. জাহিদ (২৯), রফিকুল ইসলামের ছেলে মো, সামসুল(১৯) ও মো. সামসুল ইসলামের ছেলে মো. ইলিয়াস (১৮) প্রত্যেককে ৭ হাজার টাকা করে ৩টিমামলায় ২১ হাজার টাকা জরিমানা আদায় করেন। এ সময় নারায়নগঞ্জ জেলাধীন আড়াই হাজারউপজেলার তালতলা গ্রামের মো. জহিরুল ইসলামের ছেলে নদী আক্তার (২০), গাজীপুরের নোয়ানীপাড়ার মো. তাইজদ্দিনের ছেলে মো. মনির ভূইয়া ও পুবাইল সোড়ল গ্রামের মো. আবু বকরেরছেলে মো. আশিকুর রহমান ৩ জন প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * কালীগঞ্জে আলোচিত হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি ঈশ্বরদী থেকে গ্রেপ্তার * ভ্রাম্যমান আদালত
সাম্প্রতিক সংবাদ