গৌরীপুরে এডিপি’র আওতায় বিভিন্ন সামগ্রী বিতরণ
মো. হুমায়ুন কবির, গৌরীপুর প্রতিনিধিঃ
ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পরিষদের উদ্যোগে এডিপি’র আওতায় বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (২৬ জুন) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিনামূল্যে হুইল চেয়ার, সিলিং ফ্যান, ঢেউটিন, টিউবওয়েল ও চেয়ার-টেবিল বিতরণ করা হয়।
উপজেলা পরিষদ কার্যালয়সূত্রে জানা যায়, উপজেলা পরিষদের ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি)’র আওতায় ১০ জন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের মাঝে ১০টি হুইল চেয়ার, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে ৯০টি সিলিং ফ্যান, ৩৭ জন অসহায় দরিদ্র মানুষের মাঝে ৪৪ বান্ডিল ঢেউটিন, ৪৮ জন দরিদ্র মানুষকে ৪৮টি টিউবওয়েল ও পল্লী সঞ্চয় ব্যাংকের মাঝে ৫ সেট টেবিল ও চেয়ার বিতরণ করা হয়। এসব সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন ও উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান সালমা আক্তার রুবি, গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু কাউছার চৌধুরী রন্টিসহ উপকারভোগীগণ।