শিরোনাম
পলাশ বাজারে সিলেট বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ জন আটক   » «    রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের প্রধান উপদেষ্টার নির্দেশ   » «    বিশ্ববিদ্যালয়ের সমকক্ষ কাঠামো পাচ্ছে রাজধানীর সরকারি সাত কলেজ   » «    হুন্ডি ও ভুয়া লেনদেন: প্রবাসী পরিচালকদের ভূমিকা নিয়ে প্রশ্ন   » «    দুমকিতে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন   » «   

ছয় মুসলিম দেশে ২৬ হাজার বোমা মেরেছেন ওবামা, দাবি ভারতের

সদরুল আইনঃ
ভারতের সংল্যালঘুদের নিয়ে মন্তব্য করায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে এক হাত নিলেন দেশটির অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি বলেন, “এই ওবামা ছয়টি মুসলিম দেশে বোমা হামলা চালিয়েছেন। ”
উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমেরিকা সফরের সময় গত বৃহস্পতিবার বারাক ওবামা মন্তব্য করে বলেন- ভারত যদি মুসলিমসহ তার সংখ্যালঘু নাগরিকদের রক্ষা করতে না পারে, তাহলে সে দেশের টুকরো টুকরো হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরই প্রতিক্রিয়ায় ওবামাকে এক হাত নেন নির্মলা সীতারামন।
রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “মুসলিমদের হয়ে কথা বলা এই ওবামাও কিন্তু ৬টি মুসলিমপ্রধান দেশে ২৬ হাজার বোমা মেরেছিলেন।
আমি তো ওবামার মন্তব্যে স্তম্ভিত। আমরা আমেরিকার সঙ্গে বন্ধুত্ব চাই। কিন্তু তারপরেও ভারতে ধর্মীয় স্বাধীনতা নিয়ে কথা শুনতে হচ্ছে…! আসলে মনে হচ্ছে ভারতের পরিবেশকে নষ্ট করার চেষ্টা করা হচ্ছে।”
নির্মলা দাবি করেন, ভারতের প্রধানমন্ত্রী হিসেবে মোদীকে যে ১৩টি পুরস্কার দেওয়া হয়েছে তার মধ্যে ৬টি দিয়েছে মুসলিম প্রধান দেশ।
কোনও তথ্য ছাড়াই শুধু অপপ্রচারের জন্য নানা কথা বলা হচ্ছে। আসলে ভোটের মাধ্যমে মোদী ও বিজেপিকে হারাতে পারছে না কংগ্রেসসহ বিরোধীরা।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, হিন্দুস্তান টাইমস, দ্য ইকোনমিক টাইমস
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * ওবামা * ছয় মুসলিম দেশে ২৬ হাজার বোমা মেরেছেন ওবামা * দাবি ভারতের * পিঁয়াজের দাম বৃদ্ধির দাবিতে ভারতে কৃষকদের ২০০ কিলোমিটার পদযাত্রা * বোমা
সাম্প্রতিক সংবাদ