শিরোনাম
কালীগঞ্জে পৌষ সংক্রান্তির ঐতিহ্যবাহী মাছের মেলা অনুষ্ঠিত   » «    ফ‍্যাসিবা আ’ওয়ামী সরকারের সকল মামলায় খালাস “বাবর” মদনে আনন্দ মিছিল   » «    দৌলতপুরে ইউসুফ হত্যা মামলার প্রধান আসামি এলমেচ গ্রেফতার   » «    ভারত যাওয়ার পথে ইডেন ছাত্রলীগ নেত্রীসহ গ্রেফতার ২   » «    সবজিতে স্বস্তি ফিরলেও চড়া মাছ-মুরগি ও চালের বাজার   » «   

সিংগাইর উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটি ঘোষনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

মুহ. মিজানুর রহমান বাদল, সিংগাইর:

মানিকগঞ্জ জেলা বিএনপি ঘোষিত নবগঠিত সিংগাইর উপজেলা ও পৌর বিএনপির অসাংগঠনিক-অবৈধ পকেট কমিটি প্রদানের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপির পদ বঞ্চিত একাংশের নেতা-কর্মীরা।

বৃহস্পতিবার বিকেলে শতাধিক মোটর সাইকেল নিয়ে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। পরে উপজেলার চারিগ্রামে সাবেক এমপি মঈনুল ইসলাম খান শান্তর বাসভবন চত্বরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সিংগাইর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সফি উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে ও আব্দুল মান্নানের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মঈনুল ইসলাম খান শান্ত। তিনি বলেন, দলীয় নির্দেশনা উপেক্ষা করে বুধবার জেলা বিএনপির পক্ষ থেকে মনগড়া ও গোঁজামিল দিয়ে সিংগাইর উপজেলা ও পৌর বিএনপির কমিটি ঘোষনা করা হয়েছে। যেটা সাংগঠনিক ভাবে হয়নি। আগে যে কমিটি ছিলো সেটা গনতান্ত্রিক উপায়ে। উনারা পূনর্বিন্যাসের কথা বলে আমাদের সঙ্গে সমন্বয় না করে একতরফাভাবে কমিটি ঘোষনা করেছেন।

আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি আরো বলেন, বর্তমানে একটা দুর্যোগপূর্ন রাজনৈতিক পরিস্থিতিতে হঠাৎ করে এরকম একটি অবৈধ পকেট কমিটি ঘোষনার পেছনে কোনো মোটিভ থাকতে পারে। নেতাকর্মীদের আগামীর আন্দোলনে ধৈর্য্য ধরে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহবান জানান তিনি।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা খান রতন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ আলী চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন ও সানোয়ার হোসেন, পৌর বিএনপি নেতা মো. আলাউদ্দিন ,অ্যাডঃ তোফাজ্জল হোসেন, আব্দুল গফুর, রিয়াজুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান জাহিনুর রহমান সৌরভ, জামশা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসেম খান, তালেবপুরের লুৎফর রহমান, বলধারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের, শায়েস্তা ইউনিয়ন বিএনপি নেতা শরীফ মৃধা, উপজেলা যুবদল নেতা রফিকুল
ইসলাম, মঞ্জুরুল ইসলাম, ইসমাইল হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল কাসেম খান, সদস্য সচিব মাহমুদুল হাসান গোলাপ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী আনোয়ার হেসেন, ছাত্রদল নেতা আলমাস হোসেনসহ বিএনপি তার অঙ্গ ও সহযোগী সংগঠনের ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রসঙ্গতঃ বুধবার দুপুরে জেলা বিএনপির দপ্তর সম্পাদক অ্যাড. আরিফ হোসেন লিটন স্বাক্ষরিত মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা ও সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবির ১০১ সদস্যের পুনর্বিন্যাসকৃত সিংগাইর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * পৌর বিএনপির নবগঠিত * প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ * সিংগাইর উপজেলা
সাম্প্রতিক সংবাদ