গোপালপুরে বজ্রপাতে ২ জন নিহত
জুয়েল রানা, মধুপুর থানা প্রতিনিধি:
টাঙ্গাইলের গোপালপুরে ফসলের মাঠ (চক) থেকে গরু আনতে গিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ফজলুল হক (৫০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এতে ফজলুল হকের শরীরের বিভিন্ন অংশ জ্বলসে যায়। ফজলুল হক বাশইকাইল গ্রামের জহুর আলীর ছেলে।
অপর দিকে গরুর ঘাস কাটতে গিয়ে উত্তর পাথালিয়া গ্রামে মৃত আব্দুল সামাদের ছেলে আবুল কাশেম ( ৪০) বজ্রপাতে নিহত হন।
বুধবার (২১ জুন) দুপুর আড়াইটার দিকে উপজেলার নগদাশিমলা ইউনিয়নের বাইশকাইল ও উত্তর পাথালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
এ বিষয়টি গোপালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেন সত্যতা নিশ্চিত করে জানান, ফজলুল হক দুপুরে মাঠ থেকে গরু নিয়ে বাড়িতে ফিরছিল। এসময় প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। হঠাৎ বজ্রপাতের কবলে পড়েন তিনি। অপর দিকে গরুর ঘাস কাটতে গিয়ে আবুল কাশেম নামে আরেক জন নিহত হয়েছন।