শিরোনাম
জামায়াত ইসলামীর প্রতি রিজভী প্রশ্ন: আপনারা কোন কোন সেক্টরে যুদ্ধ করেছেন, স্বাধীনতায় আপনাদের ভূমিকা কি ছিল?   » «    শওকত ওসমান: বৈষম্যবিরোধী এবং মানবতার আলোকবর্তিকা   » «    গৃহকর্মীদের সুরক্ষা ও জীবনমান উন্নয়নে মতবিনিময় সভা   » «    সাদ্দাম হলের অব্যবস্থাপনায় ভোগান্তি শিক্ষার্থীদের   » «    রাজধানীতে বেড়েছে শীতের দাপট, সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে   » «   

বরিশালে পুলিশ স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সন্মেলন

বরিশাল  প্রতিনিধিঃ

 পুলিশ কনস্টবল আবুল খায়েরের বিরুদ্ধে স্ত্রীর গর্ভের সন্তান নষ্ট, যৌতুকের জন্য মারধর, কুপিয়ে জখম ও আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে।

বরিশাল প্রেস ক্লাবে বুধবার ২১/৬/২০২৩ ইং দুপুরে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন পুলিশ সদস্যের স্ত্রী পরিচয়ে হেপি আক্তার (২৯)। আবুল খায়ের বর্তমানে মাদারীপুর ডাসার থানায় কর্মরত। অভিযোগকারী হেপি বরিশাল নগরীর পশ্চিম কাউনিয়ার বাসিন্দা।

সংবাদ সম্মেলনে হেপি বলেন, ২০১৮ সালের শেষের দিকে আবুল খায়েরের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পুলিশ সদস্য হওয়ায় হেপির পরিবার তাদের সম্পর্ক মেনে নিতে চায়নি। পরে আবুল খায়ের হেপিকে তার মুন্সীগঞ্জ সদর উপজেলার হোগলাকান্দি গ্রামে নিয়ে যায়। সেখানে কাজী অফিসে ২ লাখ টাকা দেনমোহরে আমাদের বিয়ে হয়। বিয়ের ক’দিন পর জানতে পারি খায়ের একজন কনস্টেবল। মিথ্যা পরিচয় দেওয়ার পাশাপাশি এক নারীর সঙ্গে অবৈধ সম্পর্কের জেরে তর্ক-বির্তক হয়। এরই মধ্যে আবুল খায়ের কনস্টবল থেকে এএসআই পদে পদোন্নতি নিতে ৫ লাখ টাকা চাইলে তা বাবার বাড়ি থেকে এনে দেই। এরপর ২০২২ সালে ১০ লাখ টাকা যৌতুকের দাবিতে আবুল খায়ের তার ঘরে বসে প্রায়ই মারধর করতেন। এই বিষয়গুলো স্থানীয় জনপ্রতিনিধিদের জানালে তারা আমাদের ডেকে মিমাংসা করে দেন। এরপর চলতি বছরের মার্চ মাসের ০৫ তারিখ স্বামী আমাকে তালাক দিয়েছেন জানিয়ে বাড়ি থেকে বের দেন শ্বাশুড়ি। কিন্তু তালাকের কোন কাগজপত্র দেয়নি।

এরপর পুলিশের আইজিপিসহ একাধিক কর্মকর্তার কাছে অভিযোগ দিলে বরিশালের গৌরনদীতে কুপিয়ে মারাত্মক জখম করে খায়েরসহ তিনজন। এসব ঘটনায় আদালতে দুটি মামলা করলেও পুলিশ তাকে গ্রেফতার করছে না। তাই অবিলম্বে তাকে গ্রেফতারের দাবি জানাচ্ছি। এ বিষয়ে বক্তব্য জানতে পুলিশ সদস্য আবুল খায়েরের ব্যবহৃত মুঠোফোন নম্বরে একাধিকবার কল দিলেও তাকে পাওয়া যায়নি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * পুলিশ স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সন্মেলন
সাম্প্রতিক সংবাদ